দেরাদুন, ৩ এপ্রিল : ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে দেরাদুনের একটি হোটেলে কর্নেল, কন্ট্রোল রুম ও নেহেরু কলোনি থানায় বিষয়টি জানিয়েছেন ওই ব্যবসায়ী নিজেই।
পুলিশ ওই ব্যবসায়ীকে হোটেলে নিয়ে গেলে দুজনকে একসঙ্গে দেখতে পায় এবং ওই দম্পতি ও কর্নেলকে থানায় নিয়ে আসা হয়।
সেখানে কর্নেলের স্বজনদের ডেকে নিয়ে তবেই বিষয়টি মিটে যায়, ব্যবসায়ী তার স্ত্রীকে বাড়িতে নিয়ে গেছেন।
নেহেরু কলোনি থানার সভাপতি লোকেন্দ্র বহুগুনা জানান, রবিবার এক ব্যবসায়ী কন্ট্রোলকে জানান তার স্ত্রী অপরিচিত একজনের সঙ্গে থানা এলাকার হোটেল রুমে উপস্থিত ছিলেন।
পুলিশ ওই ব্যবসায়ীকে নিজেই হোটেলে গিয়ে বিষয়টি মিমাংসা করতে বলে, কিন্তু ব্যবসায়ী বলেন তিনি গেলে কর্নেল তাকে মারধর করতে পারে।
এরপর পুলিশ ব্যবসায়ীকে নিয়ে হোটেলে পৌঁছালে কর্নেলের সঙ্গে তার স্ত্রীকে হোটেলে দেখতে পায়।
পুলিশ মহিলা, তার স্বামী ও কর্নেলকে নিয়ে থানায় পৌঁছায়। সেখানে কর্নেল জানান, ওই মহিলার সঙ্গে তার পুরনো পরিচয় ছিল।
পরিচিত হিসেবে দেখা করার জন্য ওই মহিলাকে হোটেলে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।
তবে এ নিয়ে প্রশ্ন তুলেছেন ওই নারীর স্বামী, কিন্তু পুলিশ কোনওরকমে বিষয়টির সমাধান করে। পরে উভয় পক্ষই থানা ত্যাগ করে। ওই নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন হোটেলে কর্নেলের সঙ্গে বসবাস করছিলেন বলে জানা গেছে। ব্যবসায়ী গোয়েন্দা পদ্ধতিতে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করেন।