গণআওয়াজ প্রতিবেদন : শিলচরে পুলিশ প্রেড গ্রাউন্ডে আজ অনুষ্টানিক ভাবে ছাত্রদের মধ্যে আসাম সরকারের দেওয়া সাইকেল বিতরণ করেন মন্ত্রী পীযুষ হাজারিকা।
কাছাড় জেলায় ২৪ হাজার ২২০ জন ছাত্রদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রাই, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়, কনাদ পুরকাস্ত, অমিতাভ রাই, কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা,কাছাড়ের পুলিশ সুপার সহ সরকারি আধিকারিকগণ।
মন্ত্রী পীযুষ ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ভালোভাবে পড়াশুনা করে সমাজে নিজেকে প্রতিষ্টিত করতে হবে বলেছেন।
তিনি আরো বলেন আমাদের দেশের পড়াশোনার মান কোন অবস্থাতেই বিদেশের শিক্ষাব্যবস্থা থেকে কম নয়।
কারণ আমাদের দেশে পড়াশোনা করে মাইক্রোসফট, গুগোল ইত্যাদি বিশ্ববিস্তৃত কোম্পানির কর্ণধার হওয়ার গৌরব ইতিমধ্যেই ভারতীয়রা অর্জন করতে পেরেছেন।
তাই আমাদের শিক্ষাব্যবস্থার ওপর আস্থা রাখতে শিক্ষার্থীদের প্রতি আবেদন জানান মন্ত্রী হাজরিকা।
এদিন তিনি দাবি করেন যে আগামী নির্বাচনে কংগ্রেস আসাম থেকে একেবারে মুছে যাবে।
লোকসভা নির্বাচনে ৩০০টি আসন নিয়ে বিজেপি ফের কেন্দ্রের ক্ষমতায় আসবে বলেন এবং আবারও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী বলেন তিনি।
বিজেপি সরকার সব সময় জনসাধারণের স্বার্থে কাজ করে এবং আগামী নির্বাচনে বিজেপির বৃহৎ আকারে জয় লাভ করবে।