কামজং (মণিপুর), ১৫ এপ্রিল : মণিপুরের কামজং জেলার ভারত-মিয়ানমার সীমান্তের কাছে নাম্বাশি খুনাউ গ্রামের একটি মিলে ১৪ এপ্রিল বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। সাংশাক ব্যাটালিয়নের কাসোং পোস্টের আসাম রাইফেলসের কর্মীরাও স্থানীয় লোকজনকে আগুন নেভাতে সহায়তা করে।
শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে আগুন নেভানোর কাজ চলছে।
এদিকে, গ্রামবাসীরা সাংশাক ব্যাটালিয়নের কাসোং ফাঁড়ির সাথে যোগাযোগ করে নামবাশি খুনাউ মাইলে আগুন নেভাতে সাহায্য চেয়েছিল।
অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আসাম রাইফেলসের কর্মীরা অগ্নিনির্বাপক সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে তৎপর হন।
আসাম রাইফেলস এবং স্থানীয় লোকজনের সহায়তায় বিশাল আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন।
সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনলে আরও ক্ষয়ক্ষতি হতে পারত বলে জানান। অগ্নিকাণ্ডে জানমালের কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।
স্থানীয় লোকজন ও আসাম রাইফেলস কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর স্থানীয় লোকজন আসাম রাইফেলস জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এর আগে গত বছর মণিপুরের বিষ্ণুপুরে একটি ভ্যানে আগুন দিয়েছিল দুষ্কৃতকারীরা।
রাজ্যে উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার রাজ্যজুড়ে পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছিল। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন দুই মাসের জন্য চুরাচাঁদপুর ও বিষ্ণুপুর জেলায় ১৪৪ ধারা জারিও করেছিল।