শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর, ১৭ এপ্রিল : একের পর এক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে রামকৃষ্ণনগর থানার অন্তর্গত এলাকাজুড়ে।
রবিবার রাত আনুমানিক সাড়ে নয়টা থেকে দশটার সময় সৈজানগর গ্ৰামে থাকা শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় এক চুরির ঘটনা সংঘটিত হয়।
ওই সময় আখরায় থাকা সেবিকা নিরুপমা বৈষ্ণবী আখড়া সংলগ্ন এক ভক্তের বাড়িতে মহাপ্রভুর সেবার উদ্দেশ্যে গিয়েছিলেন।
কাজ সমাপ্ত করে আবারও তিনি মহাপ্রভুর আখড়ায় ফিরে আসেন, কিন্তু আখড়ায় ফিরে এসে যখন ঘরে ঢুকেন তখন দেখতে পান জানালা ভাঙ্গা, দরজা খোলা।
ঘরের জিনিসপত্র গুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে রয়েছে, তিনি সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করেন।
আখরাড় সেবিকার চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোক জন আখড়ায় জমায়েত হন।

গ্রামের বিশিষ্ট সমাজসেবী শান্তনু দাস রামকৃষ্ণনগর থানায় খবর জানান। খবর পেয়ে ছুটে আসেন রামকৃষ্ণনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নিলভ জ্যোতি নাত।
আখড়ায় চুরির ঘটনায় দলবল নিয়ে পুরো রাত তদন্ত চালিয়ে ইছাখাউড়ি গ্ৰামের আসদ্দর আলীর ছেলে জয়নুল উদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
সোমবার রামকৃষ্ণনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নিলোভ জ্যোতি নাথ সহ আইবি ব্রাঞ্চের কর্মী রিপন পালকে গ্ৰামবাসিরা তাদের কর্মতৎপরতার জন্য উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান।
এসময় উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবী শান্তনু দাস, সুবল পাল, রানা প্রসাদ রায়, পীযূষ পাল, পল্লব দাস, অলক পাল সহ আরো অনেকেই।
অন্যদিকে, আখড়ায় চুরির ঘটনার খবর পেয়ে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার যথেষ্ট সহযোগিতা করেছেন। পাশাপাশি আর্থিক সহায়তা করেন তিনি। ফলে গোটা এলাকাবাসী বিধায়ক বিজয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।