লরির ধাক্কায় হাইভোল্টেজ বিদ্যুতের ৩টি খুটি কাৎ!
অনিমেষ চক্রবর্তী, বড়খলা : ভয়ংকর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বড়খলার জারইলতলা এলাকার মানুষ।
একটি লরির ধাক্কায় হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইনের তিনটি বিদ্যুৎ খুটি ভেঙে পড়েছে।
শর্ট সার্কিটের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের হাত থেকে বরাতজোরে রক্ষা পেয়েছে এই এলাকা।
এই ঘটনার পর থেকে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জারইলতলার এক বৃহৎ অংশের।
তবে বিদ্যুৎ লাইন মেরামতির কাজ চলছে। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুর নাগাদ।
জারইলতলা-রাণিফেরী সড়কের জারইলতলা হাইস্কুল ও সরস্বতী বিদ্যানিকেতের সামনে এদিন একটি লরি বৈদ্যুতিক হাইভোল্টেজ লাইনের তিনটি খুটি গুড়িয়ে দেয়।
বৈদ্যুতিক তার ছিঁড়ে লরিটির পাশাপাশি সড়কের উপর পড়ে, এতে আতঙ্ক দেখা দেয় এলাকার মানুষের মধ্যে।
এই ঘটনার খবর পেয়ে দ্রুত মাঠে নামেন বৈদ্যুতিক বিভাগের কর্মীরা, তাদের চেষ্টায় বিপদের হাত থেকে রক্ষা পান এলাকার মানুষ।
তবে এ ঘটনায় ফের বিতর্কের জড়াল প্রশাসন, নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে জারইলতলা-রাণীফেরী সড়কে ভারী যানবাহন চলাচল করছে?
আর এতেই ঘটল এই ভয়াবহ কাণ্ড। ভারি লরির ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে তার ছিঁড়ে পড়ায় জারুইলতলার বৃহৎ অংশ ডুবে রয়েছে অন্ধকারে।