শ্যামল আচার্য, রামকৃষ্ণ নগর, ২১ এপ্রিল : পুলিশ কর্মীরা যে দায়িত্ব পালন ছাড়াও সমাজের স্বার্থে আরো অনেক কিছুই করতে পারে সেটা প্রমান করে দিলেন রামকৃষ্ণনগর থানার দুই পুলিশ আধিকারিক।
বৃহস্পতিবার রাতে প্রবল ঝড়তুফানে বাঁশ এবং বিশাল বিশাল গাছ ভেঙ্গে পড়ে রামকৃষ্ণনগরের পূর্ত সড়কে চলাচল বন্ধ হয়ে যায়।
গভীর রাতে রামকৃষ্ণনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নীলব জোতি নাথ এবং আইবি ইনচার্জ রিপন পাল এই অবস্থা দেখতে পান।
এই দুই পুলিশ আধিকারিক গভীর রাতে পুরো রাস্তা পরিষ্কার করে চলাচলের উপযোগী করে সামাজিক কাজের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
প্রমান করেছেন যে পুলিশকর্মীরা নিজেদের গদ বাধা দায়িত্বে বাহিরেও সামাজিক দায়িত্বও পালন করতে পারে।
কিন্তু কিছু সংখ্যক পুলিশকর্মী আছেন যারা লোভের বশবতি হয়ে নিজেদের দায়িত্ব ভুলে পোশাকের অপব্যবহার করে চলেছেন।
এতে সাধারণ মানুষের মনে পুলিশ সম্পর্কে ঘৃণার জন্ম দিয়েছে। তবে রামকৃষ্ণনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নীলব জোতি নাথ ও আইবি ইনচার্জ রিপন পাল এই দুজনের কাজে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন।