মিথ্যা মামলায় গান্ধী সাবরকে গ্রেফতারের অভিযোগ, লক্ষ্মীপুর পুলিশের নিরপেক্ষতা প্রশ্ন চিহ্ন?

Spread the love

লক্ষ্মীপুর, ২২ এপ্রিল : পুলিশের পক্ষপাতিত্ব নিয়ে অভিযোগ উঠল লক্ষ্মীপুরে।

লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বোয়ালি চেংজোর জিপির বাসিন্দা গান্ধী সাবরকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে চেংজোর নাচ ঘরে এক প্রতিবাদী সভা করেছেন এলাকার মানুষ।

উপস্থিত ছিলেন ১৪৪নং বুথ সভাপতি পুরণ সাবর, ১৪৫ নং বুথ সভাপতি ভাইগৌর সাবর, মোহন লাল বাউরি, বাগান পঞ্চায়েত মিকু সাবর, তারাকেসর মিশ্র, জতি সাবর, রাজেশ কাটোয়ার সহ অন্যান্যরা।

 পরে সংবাদ মাধ্যমেকে তারা জানান গান্ধী সাবর পেশায় একজন রাজমিস্ত্রি, একই গ্রামের নমি সাবর প্রধানমন্ত্রী আবাসের ঘর তৈরি জন্য রাজমিস্ত্রি গান্ধী সাবরকে দশ হাজার টাকা দেন।

কিন্তু পরে নমি সাবর লক্ষ্মীপুর থানায় গান্ধী সাবরের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করলে মঙ্গলবার লক্ষ্মীপুর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

এনিয়ে গ্রামের লোকজনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার দেখা দিয়েছে।

প্রশ্ন উঠছে লক্ষ্মীপুর পুলিশ নিরপেক্ষ তদন্ত না করেই কি ভাবে গান্ধী সাবরকে গ্রেপ্তার করেছে?

দাবি তুলেছেন উপযুক্ত তদন্ত করে প্রকৃত দোষীকে শাস্তি দেওয়ার দাবি।

জানাগেছে বোয়ালি চেংজুর গ্রামের ভিডিপি সেক্রেটারি রাম কুমার প্রজাপতি বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত থাকায় গ্রামের জনগণ গান্ধী সাবরকে ভিডিপি সেক্রেটারি করার সিদ্ধান্ত নিয়েছেন।

তারা পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করে লক্ষ্মীপুর থানা ও বিধায়কের কাছে অনুমোদনের জন্য একটি লিখিত দিয়েছেন।

কিন্তু এখনো পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি।

গ্রামের মানুষ পুরান কমিটি ভেঙে গান্ধী সাবরকে  নতুন ভিডিপি সেক্রেটারি করায় রামকুমার প্রজাপতি বেজায় ক্ষ্যাপা।

কিন্তু কোন উপায়ন্তর না পেয়ে রামকুমার প্রজাপতি গ্রামের নমি সাবর হাত করে গান্ধী সাবরকে মিত্যা মামলায় ফাঁসানোর চক তৈরি করেন। সেই চক অনুযায়ীই গান্ধী সাবরকে ফাঁসানর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গান্ধী সাবরের স্ত্রী সহ গ্রামের লোকজনেরা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token