রামকৃষ্ণনগর ফুটবল প্রশিক্ষন শিবির থেকে ৩টি মহিলা সহ বেশ কয়েকটি টীম গঠিত  

Spread the love

আয়োজকদের দাবি প্রশিক্ষণ শিবির সর্বাত্বক সার্থক

শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর ২২ এপ্রিল : রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় করুনা রায় স্মৃতি গ্রীষ্মকালীন ফুটবল আবাসিক প্রশিক্ষন শিবির শুক্রবার সমাপ্ত হয়েছে।

প্রশিক্ষণ নিতে এই শিবিরে ১৮৮ জন প্রশিক্ষানার্থী অংশ নিয়েছিলেন। তাদেরকে প্রশিক্ষন দিয়েছেন এএফসি’র সি-লাইসেন্স প্রাপ্ত কোচ বাবু সিং।

অন্তিম দিনে রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার মাঠে আটটি দলের মধ্যে প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচ শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।  

এর আগে আটটি দলের সঙ্গে পরিচিত হন প্রাক্তন ফুটবলার বিপুল ভট্টাচার্য, তুষার আচার্য্য, শ্যামল আচার্য্য, সুব্রত ভট্টাচার্য, সংস্থার যুগ্ম সচিব কাজল দাস, উপ সভাপতি বিশ্বতোষ সেন, বিদ্যুৎ কর এবং কদমতলা হাই স্কুলের প্রধান শিক্ষক অরুণ চৌধুরী ও এক সময়ের সেরা মহিলা খেলোয়াড় ঋতু সরকার।

প্রদর্শনী ম্যাচের পর রামকৃষ্ণনগর শিক্ষক ভবনে সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কোচ বিপুল সিংকে সংবর্ধনা প্রদান করা হয়।

এতে প্রশিক্ষনার্থীদের নাচ গান ধামাইল ইত্যাদির মাধ্যমে এক সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপিত হয়।

এদিন কোচ বাবুল সিংকে রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার পক্ষ থেকে  উত্তরীয় এবং মানপত্র দিয়ে সংবর্ধনা প্রদান করেন সৈকত দত্ত চৌধুরী।

এবারের প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে রামকৃষ্ণনগর এলাকার তিনটি মহিলা ফুটবল দল বানাতে সক্ষম হন কোচ বাবু সিং।

দলগুলো ক্রমে প্রীতিলতা ওয়াদেদার ফুটবল দল রামকৃষ্ণনগর, রানী লক্ষিবাই ফুটবল দল দামছড়া (দুল্লভ ছড়া), রাণী গাইন্দিনলিউ ফুটবল দল রংপুর।

পাশাপাশি আন্ডার থার্টিন ছেলেদের নিয়ে আরও তিনটি দলের সূচনা করতে সক্ষম হয়েছেন তিনি।

তদূর্দ ১৬ দুটি দলের সূচনা হয়।

আগামী দিনে মেয়েদের ফুটবল লিগ চালু করার ব্যাপারে সংস্থা চিন্তাধারা করছে। সব মিলিয়ে রামকৃষ্ণ নগর জেলা ক্রীড়া সংস্থার তেরো দিনের প্রশিক্ষণ শিবির সর্ববস্থায় সার্থক হয়েছে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token