প্ৰফুল্ল কুমার দাস, গণআওয়াজ বঙাইগাঁও : বিটিআর চুক্তিতে ব্যর্থ প্ৰমোদ বড়োর সঙ্গে আলোচনা করে খামফা বড়গোয়ারিকে ডেপুটেশনে ইউপিপিএলে পাঠানো হয়েছে।
বিটিএডির প্রাক্তন উপ প্রধান এবং ইউপিপিএল প্রধানকে এভাবেই আক্রমণ করেন বিপিএফ প্ৰধান হাগ্রামা মহিলারি।
বজালী জেলার সরভোগ ময়েনবাড়ি সত্রে আমন্ত্ৰিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি।
উত্তরপূর্বাঞ্চলে এক সময় কম্পন সৃষ্টিকারী বড়ো জনগোষ্ঠীর “বড়োলেণ্ড লিবারেশন অফ টেরিটরিয়েল” (বিএলটি) প্রধান বলেন, ইউপিপিএলের ব্যর্থতার জন্যই খামফা বড়গোয়ারিকে এই দলে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এর আগে একই কারনে প্ৰাক্তন পৰ্য্যটন মন্ত্ৰী চন্দন ব্ৰহ্মকেও পাঠানো হয়েছিল।
কিন্তু তাতেও বিটিআর চুক্তি সফল না হওয়ায় এবার প্ৰমোদ বড়োর সঙ্গে আলোচনা করে খামফা বরগোয়ারিকে পাঠানো হয়েছে।
বিপিএফ প্ৰধান বলেন, বিটিআর চুক্তি সফল করতে প্ৰমোদ বড়োর ইউপিপিএল দলে কোনো শক্তিশালী, বুদ্ধিমান বা জ্ঞানী লোক নেই। তাই আলোচনার মাধ্যমে আমাদের দল থেকে বুদ্ধিমান শক্তিশালী নেতাকে পাঠানো হয়েছে।