ভোপাল, ২৩ এপ্রিল : এ বছরের শেষের দিকে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। মধ্যপ্রদেশ নির্বাচন নিয়ে ইতিমধ্যেই মাঠে কৌশল তৈরি করতে শুরু করেছে বিজেপি।
আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। একইসঙ্গে শিবরাজ সিং চৌহানের মামার ইমেজের সুবিধা নেওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য যে, গত বিধানসভা নির্বাচনে বিজেপিকে বড় বিপর্যয়ে পরাজিত করেছিল কংগ্রেস।
কিন্তু জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে ২০২০ সালে বিজেপিতে যোগ দেওয়ায় মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার পতন হয়েছিল।
পরে বিজেপি নিশ্চিতভাবে সরকার পুনর্গঠন করেছে, কিন্তু বাস্তবতা বুঝতে পেরে মধ্যপ্রদেশ নির্বাচনের জন্য বিজেপি বোর্ড স্থাপন শুরু করেছে।
এদিকে দুটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও কংগ্রেস নেতাদের মধ্যে বাকযুদ্ধ তীব্র হয়ে উঠেছে।
মুখ্যমন্ত্রী শিবরাজ, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বাকযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পক্ষে বিবৃতি দেওয়ার সময় মুখ্যমন্ত্রী চৌহান কংগ্রেস নেতা কমল নাথ এবং দিগ্বিজয় সিংকে কটাক্ষ করেছেন।
তিনি বলেছেন কংগ্রেসে আর কত অপমান সহ্য করবে? জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নামে নির্বাচন লড়ে কমলনাথকে মুখ্যমন্ত্রী করা হয়েছিলো।