ওয়াহিদুর রমান, কলিয়াবর : কলিয়াবর থেকে ষাট জনের দল নিয়ে তীর্থ ভ্রমণে রওয়ানা হল গৌর মাধব তীর্থ পরিবার
জিবনে একবার হলেও তীর্থ ভ্রমন করে জীবনকে স্বার্থক করুন। তীর্থ ভ্রমণে বৃদ্ধ কালে হলেও মানুষের মনে শান্তি আসে।
তাই ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য লক্ষ লক্ষ লোক তীর্থ ভ্রমন করেন।
কলিয়াবরের আম্বাগানের তীর্থ ভ্রমনকারী পরিবার “গৌর মাধব তীর্থ পরিবার”-এর বিগত বর্ষগুলোর মত এবারও ৬০ জনের একটি দল নিয়ে তীর্থ ভ্রমনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
কাশী, বৃন্দাবন, মথুরা সহ বিভিন্ন তীর্থ ভ্রমনের উদ্দেশ্যে আজ আমবাগান থেকে এই যাত্রা শুরু করেছে।
তীর্থযাত্রীরা পরিবারের বয়জ্যেষ্ঠদের চরণ ছুয়ে আশীৰ্বাদ এবং ছোটদের ভালবাসা নিয়ে যাত্রার দিকে তারা গমন করেন।
তাদের এই তীর্থ যাত্ৰা ২৬ দিনের। একসঙ্গে ৬০জন তীর্থে যাত্রার বের হয়ে ভালো লাগছে বলে তীর্থ যাত্রীরা এপ্রতিবেদককে জানিয়েছেন। দুর্গাপূজার পর প্ৰতি বছরই “গৌর মাধব তীৰ্থ পরিবার তীর্থ যাত্রীদের নিয়ে তীৰ্থস্থান ভ্ৰমণ করে জানিয়েছেন “গৌর মাধব তীৰ্থ পরিবারের তত্বাবধায়ক শুভাঙ্কর বেনাৰ্জী।