মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : এবার মার্গেরিটার বৈধ কয়লার গাড়ি প্রতি পশ্চিমবঙ্গ জিএসটি বিভাগ ডিমান্ড করছে ৮০ হাজার টাকা।
মার্গেরিটা কোল ইন্ডিয়া লিমিটেডের মহাপ্রবন্ধক কাৰ্যালয়ের বৈধ কাগজপত্র থাকার পরও পশ্চিমবঙ্গ জিএসটি বিভাগের এই ডিমান্ডে বেকায়দায় পড়েছেন ব্যবসায়িরা।
ব্যবসায়ীদের অভিযোগ, কোল ইন্ডিয়া লিমিটেড মার্গেরিটার এরিয়া সেলস ম্যানেজার শ্যামল যুগলের ষড়যন্ত্ৰের বলি হচ্ছেন তারা।
দীর্ঘ বারো দিন থেকে ৫০ টিরও বেশি বৈধ কয়লার লরি পশ্চিমবঙ্গের বারভিসা বশিরহাট চেক পোস্টে আটকে রাখা হয়েছে।
তাদের কয়লার বৈধ কাগজপত্র নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ফিরিয়েও দেয়নি বলে অভিযোগ।
এদিকে টাকার বিনিময়ে অবৈধ কয়লার গাড়ী ছেড়ে দেওয়ারও অভিযোগ করেন ব্যবসায়ীরা।
এব্যাপারে ব্যবসায়ীরা কোল ইণ্ডিয়ার মহা প্রবন্ধকের অফিসকে অবগত করলেও উপযুক্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
এই ঘটনায় প্ৰমাণ করেছে, এখন আর কলার ব্যবসা বৈধভাবে করা যাবে না, অবৈধভাবেই চলবে।
তবে দীর্ঘ বারো দিন থেকে তাদের যে গাড়িগুলো আটকে রেখে পশ্চিমবংগ পুলিশ হেনস্তা করছে এগুলো ছাড়ার দাবী জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা হুশিয়ারির দিয়ে বলেন, পশ্চিমবংগ সরকার যদি অনতিবিলম্বে তাদের বৈধ কয়লার গাড়ী না ছাড়ে তবে আইনের আশ্রয়ে যেতে বাধ্য হবেন।