এক সপ্তাহ সময় দিয়ে রাইজর দল ও কৃষক মুক্তি সংগ্রাম সমিতির আন্দোলনের হুমকি
মুস্তফা এ মজুমদার, হাইলাকান্দি, ২৬ এপ্রিল : এবার অরুনোদয় প্রকল্পে ব্যাপক দুর্ণীতির অভিযোগ উঠলো কাটলিছড়া উন্নয়ন খন্ডের অন্তর্গত ধলাই-মলাই জিপিতে।
বুধবার হাইলাকান্দিতে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ উত্তাপন করেন রাইজর দলের হাইলাকান্দি জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতির ধলাই মলাই আঞ্চলিক সভাপতি কবির খান।
তাঁরা অভিযোগ করে বলেন, ধলাই মলাই জিপিতে অরুনোদয় প্রকল্পের সুবিধা প্রাপকদের বাছাইয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে।
স্থানীয় উপযুক্ত হিতাধীকারীদের বঞ্চিত করে জিপি সভানেত্রী ও সচিব তাদের ঘনিষ্ঠদেরকে অরুনোদয়ের তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন।
জিপি সভানেত্রী নাজিরা হায়দার ও জিপি সচিব আক্তার হোসেন বড়ভূইয়ার নেতৃত্বে এসব দুর্নীতি সংঘটিত হয়েছে বলে গুরুতর অভিযোগ করেন রাইজর দল ও কৃষক মুক্তির নেতারা।
এমনকি এ জিপির অরুনোদয়ের তালিকায় সরকারি চাকুরীজিবীর নামও রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। আগামী এক সাপ্তাহের মধ্যে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্ৰহণ করা না হলে ভয়াবহ আন্দোলনের হুশিয়ারী দেন রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর।