রামকৃষ্ণনগর সমবায় নির্বাচনে মনোনয়ন জমা উনিশটি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ৩জন  

Spread the love

শ‍্যামল আচার্য, রামকৃষ্ণনগর, ২৮ এপ্রিল : রামকৃষ্ণনগর সমবায় সমিতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হল বৃহস্পতিবার।

উনিশ জন প্রত্যাশী তাদের মনোয়নপত্র জমা দিয়েছেন এবং পরীক্ষণ শেষে রিটার্নিং অফিসার উত্তম দাস সবকটিই বৈধ বলে জানিয়েছেন।

এতে কেবল দুর্বল সাধারণ শ্রেণীর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক চিহ্ন বিতরণ করা হয়। কারণ পনেরো জনকে নিয়ে সমবায় সমিতির একটি বোর্ড অফ ডিরেক্টর গঠন করতে হয়।

রামকৃষ্ণনগর সমবায় সমিতির ক্ষেত্রে রয়েছে সংরক্ষিত অনুসুচিত জাতির একজন, মহিলা সংরক্ষিত আসনে দুজন, সবল শ্রেণীর আসনে চারজন এবং দুর্বল শ্রেণীর আসনে আটজন।

যে উনিশটি মনোয়নপত্র জমা পড়েছে সেখানে অনুসুচিত জাতি সংরক্ষিত, মহিলা সংরক্ষিত এবং সবল শ্রেণীর আসনের ক্ষেত্রে একজন করে প্রার্থী মনোয়নপত্র জমা দেওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে।

কিন্তু দুর্বল শ্রেণীর আসনে মনোয়নপত্র দাখিল করা প্রার্থীদের নির্বাচন যে হেতু এখনও হয়নি সেজন্য রিটার্নিং অফিসার ওই তিন আসনের প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করেননি।

অন্যদিকে, দুর্বল শ্রেণীর আসনে আটজন প্রার্থীর পরিবর্তে বারোজন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন।

ফলে দুর্বল শ্রেণীর আসনের প্রার্থীদের নিয়ে হবে রামকৃষ্ণনগর সমবায় সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা।

মনোয়নপত্র দাখিল করা হচ্ছেন- অনুসুচিত জাতি আসনে শিবুল মালাকার, মহিলা সংরক্ষিত আসনের জয়না বিবি এবং কল্পনা চক্রবর্তি।

সবল শ্রেণীর আসনের প্রার্থী সঞ্জয় চক্রবর্তী, নিখিল শুক্লবৈদ্য, শংকর পাল, সমীরণ দেব।

দুর্বল শ্রেণীর আসনে বদরুল হক, হিমাংশু কুমার নাথ, কাজল দাস, বিধু ধর, জয়ন্ত রায়, দেবদুলাল দেব, হিমাংশু দেব, বিলাল উদ্দিন, কমলজিৎপাল, কিশোর দাস, আলতাফ হোসেন এবং সুজিত ঘোষ।

রামকৃষ্ণ নগর সমবায় সমিতির নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে রয়েছেন উত্তম দাস এবং এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে রয়েছেন টি এইচ যাদব।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token