শ্যামল আচার্য, রামকৃষ্ণ নগর, ২৮ এপ্রিল : রামকৃষ্ণনগর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আহ্বানে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী পালনের উদ্দেশ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌরহিত্য করেন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি মৃগাঙ্ক দত্তচৌধুরী।
এদিন সভায় সকলের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে রামকৃষ্ণনগরে কবি প্রণাম অনুষ্ঠান দুটি পর্যায়ে অনুষ্ঠিত করবে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ।
প্রথম পর্যায়ে থাকবে প্রভাতী অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্যায়ে থাকবে বিশেষ রবীন্দ্র সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রভাতী অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল সাড়ে ছয়টায় রবীন্দ্র মূর্তির পাদদেশে জমায়েত আর্দ্ধাঞ্জলি নিবেদন এবং কথায় গানে নৃত্যের ছন্দে আবৃত্তিতে কবি স্বরণ।
দ্বিতীয় পর্বে রয়েছে বিকেল পাঁচটা থেকে রামকৃষ্ণ বিদ্যাপীঠ শচীন্দ্র মোহন দত্ত স্মৃতি প্রেক্ষাগৃহে বার্ণট্য সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এতে রামকৃষ্ণনগর এলাকার সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংস্থা এবং রবীন্দ্র প্রেমী গুণীজনদের যোগদান এবং সহযোগিতা কামনা করা হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে।
সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক শিল্পী তথা প্রতিষ্ঠান সাংস্কৃতিক মঞ্চের সস্কৃতিক সম্পাদক সুমাংশু নাথ এবং সাধারণ সম্পাদক বিশ্বতোষ সেনের সাথে যোগাযোগ করতে অনুরোধ রাখা হয়েছে।