পাঠাখাউরি জিপির প্রাক্তন সভাপতির ছেলে সহ নকল সোনার বিস্কুট পাচার চক্র গ্রেফতার : চাঞ্চল্য

Spread the love

শ‍্যামল আচার্য, রামকৃষ্ণনগর, ২৯ এপ্রিল : গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে জলালাবাদ আলম উদ্দিনের গৃহ থেকে নৌকা আকৃতির একটি সোনার বিস্কুট সহ চার ব্যাক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নিভিয়া পুলিশ।

গ্রেফতার হওয়া চার ব্যাক্তির মধ্যে রয়েছে পাঠাখাউড়ি জিপির প্রাক্তন সভাপতি ইসলাম উদ্দিন তালুকদারের ছেলে আফজল রহমান তালুকদার।

গ্রেফতার হওয়া বাকি তিনজনের নাম ক্রমে আলম উদ্দিন, বাহারুল ইসলাম এবং সাব্বির আহমেদ।

জানা গেছে, জালালাবাদ আলম উদ্দিনের ঘরে একটি সোনার বিস্কুট রয়েছে বলে খবর এসেছিল নিভিয়া পুলিশের কানে।

সেই খবরের ভিত্তিতে নিভিয়া পুলিশ এবং চেরাগী পুলিশ শুক্রবার রাত বারোটা নাগাদ যৌথ অভিযানে নেমে আলম উদ্দিনের ঘরে তদন্ত চালায়।

পুলিশ তদন্তে নেমে একটি সোনার বিস্কুট উদ্ধার করার পাশাপাশি প্রথম ধাপে দুজনকে গ্রেফতার করে।

তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালালে বেরিয়ে আসে আরও দুই ব্যাক্তির নাম। আর তাতেই প্রকাশ্যে আসে পাঠাখাউড়ি জিপির প্রাক্তন জিপি সভাপতি ইসলাম উদ্দিনের পুত্রের নাম।

পুলিশ এদেরকে সাথে সাথে গ্রেফতার করে নিভিয়া ওয়াচ পোস্টে নিয়ে আসে।

অন্যদিকে, ধৃত আফজল রহমান তালুকদার নাকি মেডিক্যাল এন্ট্রান্স দেওয়ার প্রস্তুতি চালাচ্ছে বলেও সূত্রে জানা গিয়েছে।

কিন্তু নকল সোনার বিস্কুট পাচারে জড়িত থাকায় এবার পড়েছে সে পুলিশের জালে।

কিছুদিন পূর্বে তার বাবা ইসলাম উদ্দিন তালুকদারও বিভিন্ন অভিযোগের ফলে জিপি সভাপতির পদ থেকে পদচ্যুত হয়েছেন।

নিভিয়া ওয়াচ পোস্ট ইনচার্জের দেওয়া তথ্য মতে এই চারজন মিলে সোনার বিস্কুট টিকে এলাকার মধ্যে বিক্রি করার প্ল্যান বানিয়েছিল।

কিন্তু তার আগেই পুলিশের কাছে খবর পৌঁছে যায়। যারফলে এদিনই রাতে অভিযানে নেমে পড়েন তারা।

অভিযানে নেমে ৬.৬৬ গ্রাম ওজনের নৌকা আকৃতির একটি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশ।

এই বিস্কুটটি সোনার হবে বলে ধারণা করা হচ্ছে যদিও এখন পর্যন্ত সেটাকে পরীক্ষণ করা হয়নি।

এদিকে এই সোনার বিস্কুটটিকে বিক্রি করতে ধৃতরা হাইলাকান্দি শহরেও গিয়েছিল বলে খবর রয়েছে।

কিন্তু সেখানে তারা এটিকে বিক্রি করতে ব্যার্থ হয়েছে।

অবশেষে পুলিশ সোনার বিস্কুট সহ চার ব্যাক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পুলিশ বর্তমানে এই বিষয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এদের আদালতে প্রেরণ করা হবে বলে জানা গিয়েছে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token