রাতাবাড়ির উপজাতি গ্রামে গুলিকান্ডে জড়িত মূল পান্ডা সহ দুই অভিযুক্ত গ্রেফতার, অন্যদেরকেও শীঘ্র গ্রেফতার করা হবে : ওসি

Spread the love

শ‍্যামল আচার্য, রামকৃষ্ণনগর, ২৯ এপ্রিল : রাতাবাড়ির উপজাতি গ্রামের গুলিকান্ডে জড়িত মূল পান্ডা সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে রাতাবাড়ি পুলিশ৷

পুলিশের অভিযানে জামাল উদ্দিন, নাসির উদ্দিন ও আব্দুল সালাম নামের তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হলেও এখনো উদ্ধার হয়নি গুলিকান্ডে ব্যাবহৃত বন্দুকগুলো।

পুলিশ তাদের অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন রাতাবাড়ি থানার ওসি উত্তম অধিকারী ৷

গত ২৫ এপ্রিল সাত সকালে স্থানীয় গ্রুপ সদস্যর বাড়ি থেকে নিজের ঘরে ফেরার পথে মতাউর আলি নামের এক ব্যাক্তিকে লক্ষ্য করে আটক হওয়া তিনিজন গুলি চালায়।

এ মর্মে রাতাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

বর্তমানে ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।পুলিশের জিজ্ঞাসাবাদে বাকি অভিযুক্তরাও বের হয়ে আসবে বলে জানিয়েছেন ওসি উত্তম অধিকারী।

উল্লেখ্য, করিমগঞ্জ জেলার রাতাবাড়ি থানার অন্তর্গত দামছড়া এলাকার টিপরা পুঞ্জিতে কয়েকদিন আগে  দিনদুপুরে সংঘটিত হয়েছিল ভয়াবহ গুলিকান্ড।

ভূমি সংক্রান্ত বিবাদের জেরে একই ব্যক্তিকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা, কেঁপে উঠে গোটা এলাকা।

এতে গুরুতরভাবে আহত হন ৩৭ বছর বয়সী মতাউর আলী নামের এক ব্যক্তি।

এই চাঞ্চল্যকর ঘটনার পর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তদন্ত নামেন, কিন্তু তখন কাউকে   আটক করতে পারেনি পুলিশ।

তবে শুক্রবার আবারও অভিযানে নেমে তিনজনকে গ্রেফতার করে রাতাবাড়ি পুলিশ। তবে এখনও আরও কয়েকজন অভিযুক্ত বাকি রয়েছে। খুব শীগ্রই এদেরকেও পাকড়াও করে লালঘরে পাঠাবে পুলিশ বলে আশাবাদী সচেতন মহল।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token