রত্নদীপ চক্রবর্ত্তী, ধর্মনগর : ত্রিপুরার ট্রাইবেল মহিলাদের স্বনির্ভর করনের লক্ষে উত্তরত্রিপুরা জেলা সদর ধর্মনগরে অর্ধেন্দু ভট্টাচার্য্য স্মৃতি ভবনে টিআরআইএফইডি ও টিআরএলএম-এর যৌথ উদ্যোগে ট্রাইবেল আর্টিসিয়ান মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন করেন উত্তরত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন মঞ্জু নাথ, কাঞ্চনপুরের জোনাল ডেভেলাপমেন্ট অফিসার টিআরআইএফইডি-এর জেনারেল ম্যানেজার কর্ণেল এম মেহেরা, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন ধর্মনগরের অধিকর্তা।
এছাড়াও উপস্থিত ছিলেন টিআরআইএফইডি-এর বিভিন্ন পদাধিকারী। মূলত ট্রাইবেল মহিলাদের তৈরি বিভিন্ন জিনিসপত্রকে কিভাবে বিশ্ব দরবারে তুলে ধরা যায়, তাদের তৈরি জিনিসপত্রের সঠিক মূল্যায়ন, বাইরের বাজারে এই জিনিসগুলো আরো বেশি করে পৌছানো যায় এই বিষয়ে আলোচনা করা হয়।