ত্রিপুরার নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটি-র নামে টাকা দাবী করে ব্যবসায়িকে চিঠি, আতংক, পুলিশের সন্দেহ অন্য চক্র

Spread the love

গণ্ডাছড়া, ২৬ অক্টোবর : উৎসব মরসুমে নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটি-র নামে টাকা দাবীর চিঠি নিয়ে আতঙ্ক ছড়িয়েছে ত্রিপুরায়৷

তবে পুলিশ এই চাঁদার চিঠিকে ভুয়া মনে করছে। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে এবং সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

গত শনিবার ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার জগবন্ধুপাড়ার ব্যবসায়ী স্বপন দেবনাথকে ৫ লাখ টাকা দাবি করে এনএলএফটি ডিমান্ড নোটিশ পাঠানোর খবর ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতংক দেখা দেয়।

এ বিষয়ে স্বপন জানান, গত শনিবার দোকানে পাঁচ লাখ টাকার চাঁদা মিটিয়ে দেওয়ার নির্দেশ সম্বলিত একটি চিঠি দেখেছেন তিনি।

চিঠিটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন NLFT-এর কাগজে পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার এক সপ্তাহের মধ্যে চাঁদা দেওয়ার হুমকি দেওয়া হয়।

স্বপন দেবনাথ আরও বলেন, চিঠিটি ১২ অক্টোবরের তারিখের লেখা। সবচেয়ে আশ্চর্যের বিষয় চিঠি লেখার সময় অনেকবার পার হয়ে গেছে।

ঘটনাটি জানাজানি হতেই গন্ডাছড়া থানার ওসি পলাশ দত্ত ও এসডিপিও বাপি দেববর্মা জগবন্ধুপাড়ায় স্বপন দেবনাথের দোকানে যান।

তার কাছ থেকে সব কিছু জানার পর তারা চাঁদার নোটিশ হেফাজতে নেন।

এ বিষয়ে এসডিপিও বাপি দেববর্মা বলেন, NLFT-র কাগজে চাঁদার নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু, নোটিশের শব্দগুলি সন্দেহজনক বলে মনে হচ্ছে। কিছু অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত এ ঘটনার মূল হোতা বলে ধারণা করা হচ্ছে।

তার মতে, তদন্ত শুরু হয়েছে এবং সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। তবে চিঠিটি জাল বলে মনে হচ্ছে কারণ NLFT-এর প্যাডের রঙ জেরক্স দ্বারা ব্যবহৃত হয়। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে এবং শিগগিরই রহস্যের সমাধান হবে বলে দাবি করেন তিনি।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token