সিংলাছড়া প্রথম খন্ডের বাস্কলটিলা বিবাদ নিয়ে এবার মুখ খুললেন বিবাদীরা : দাবি জমি তাদের

Spread the love

সুপ্রিয় পাল,  দুল্লভছড়া: রাতাবাড়ি বিধান সভার সিংলাছড়া প্রথম খন্ডের বাস্কলটিলা বিবাদ নিয়ে এবার মুখ খুললেন বিবাদীরাও।

গ্রামের বাসিন্দা প্রদ‍্যুৎ সিনহা সাংবাদিক সম্মেলন করে বিতর্কিত জমির মালিকানার দস্তাবেজ তুলে ধরেন।

তিনি দাবি করেন ১৯৭৪ সাল থেকে ২৪১ নং দাগের জমি উপভোগ করে আসছেন এবং ১৯৯৯ সাল থেকে উক্ত দাগের ৮.৫ বিঘা সহ অন‍্যান জমির খাজনা দিয়ে উপভোগ করছেন।

কিন্ত গত ৬ মে শনিবার পান্না লাল ভর (৩৪), পশু রাম চৌহান, দীপক চৌহান, পুতুল ভর সহ পরিবারের অন‍্যান সদস্য ও মহিলারা জমি বেড়া দিয়ে জবর দখল করেন।

এব্যাপারে তারা সমাজের বিশিষ্ট লোকদের অবগত করেন এবং বাদী পক্ষকে তাদের ভূমির দাবি স্বপক্ষে থাকা নথি নিয়ে বৈঠকের আবেদন জানান।

কিন্ত চা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে কোন গুরুত্ব দেওয়া হয়নি। উপরন্তু রাতারাতি আরও জমি বেড়া দিয়ে দখল করে রাখেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জমির মালিকেরা বেড়া গুলি উপড়ে ফেলে দেন।

সেই সময় চা সম্প্রদায়ের ১৫ থেকে ২০ জনের একটি দলের অস্ত্রের আক্রমণে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে  জমির মালিক দাবি করা প্রদ‍্যুৎ সিনহা বতর্মানে দুল্লভছড়া হাসপাতালে চিকিৎসাধীন বলে সাংবাদিকদের জানানো হয়।

এই ঘটনা ক্যামেরাবন্দি করার সময় আহত প্রদ‍্যুৎ সিনহা ছোট ভাই ঋষিকেশ সিনহার উপর আক্রমণ করার অভিযোগ করেন।

সাংবাদিকদেরকে তারা জানান পশু রাম চৌহান স্থানীয় ভিডিপির সম্পাদক পদে নিয়োজিত। অথচ তিনিও বাহুবল দেখিয়ে মারপিটে ছিলেন।

সাংবাদিক সন্মেলনে জমির মালিক দাবি করে তারা দুঃখ প্রকাশ করে বলেন সংবাদ কর্মীদেরকে দেশের চতুর্থ স্তম্ভ হিসাবে গন‍্য করা হয়।

কিন্ত সত‍্যতা না জেনে বিভিন্ন সংবাদ পত্র ও পোর্টাল চেনেলে চা সম্প্রদায়ের নাম জড়িয়ে স্থানীয়দের মধ্যে ভাতৃত্ব বোধে আগাত করেছেন যা সমাজের পক্ষে হিতকর নয় বলে অভিযোগ করেন।

সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন রঞ্জন সিংহ, খির গোপাল সিংহ, মনমোহন সিংহ, দেবেশ্বর সিংহ, মিটুন সিংহ, হৃষীকেশ সিংহ সহ অন‍্যানরা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token