সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ১০ মে : সারা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে দুল্লভছড়া সরস্বতী বিদ্যানিকেতনেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী পালন হয়।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্টানের সুচনা করেন সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ব্রজগোপাল সিংহ।
জন্মজয়ন্তী অনুষ্টানে বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন ড০ অসিত বরন নাথ ও সম্পদ লাল বরদিয়া।
স্বাগত ভাষন প্রদান করেন প্রধান আচার্য্য সূর্য রেখা সিনহা এবং উদ্বধনী সঙ্গীত পরিবেশন করেন আচার্য্যা বিমান সিনহা ও স্কুলের বিদ্যার্থীরা।
একক সংগীতে ছিলেন আরোশী কালোয়ার, মীনাক্ষী দাস, সুজাতা রায়, দিয়া দাস, বর্ষা বারী, উদ্দীয়ন পাল, দয়া দাস ও শ্রেয়া পুরকাস্থ।
একক নৃত্য পরিবেশন করেন আরোশী কালোয়ার, তুলিকা সিনহা, মীনাক্ষী দাস, স্বস্তিকা শব্দকর এবং ঐশি পাল।
আবৃত্তিতে ছিলেন বিধান শব্দকর, কৃষান দাস ও মনোদীপা বিশ্বাস।
তাছাড়া স্কুলের বিদ্যার্থী আদিত্য তেলী বিশ্বকবির জীবন নিয়ে আলোকপাত করেন। গোটা অনুষ্টানটির পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের আচার্য ও আর্চার্যরা।
সমাপ্তি বক্তব্যে সভাপতি ব্রজগোপাল সিংহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে বিশদ ভাবে আলোচনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। দুল্লভছড়া থেকে সুপ্রিয় পালের রিপোর্ট, গণ আওয়াজ।