পাটনা, ১৩ মে : বিশ্বাসঘাতকতার অভিযোগে প্রায় কোণঠাসা এআইইউডিএফ প্রধান ধুবরীর সংসদ সদস্য মাওলানা বদরুদ্দিন আজমল স্বদল বলে এবার দ্বারস্থ হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে।
এই দলে ছিলেন মানকচরের বিধায়ক আমিনুল ইসলাম, সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বারভূইয়া এবং ধুবরীর বিধায়ক নজরুল হক।
এআইইউডিএফ নীতীশ কুমারের মাধ্যমে বিরোধী জোটে যাওয়ার চেষ্টা করছে, কারণ সর্বভারতীয় কংগ্রেস দল এআইইউডিএফকে জোটে নিতে কোন মনোযোগ দেয়নি।
এমনকি গত বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে গোপন আতাত করে বিশ্বাসঘাতকতার অভিযোগে আসামে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটে এআইইউডিএফকে আমন্ত্রণই জানানো হয়নি।
এপিসিসি সভাপতি ভূপেন বরা স্পষ্ট অভিযোগ করেছেন যে বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ দল বিজেপির আঙুলে চড়েছে, বিশেষ করে মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে চলছে।
তাই তিনি এআইইউডিএফকে বিরোধী জোটে আমন্ত্রণ জানাননি। সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংও একই অবস্থান নিয়েছেন।