অনিমেষ চক্রবর্ত্তী, বড়খলা ১২মে : আন্তর্জাতিক নার্স দিবসে আজ বড়খলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চার জন নার্সকে অভিনন্দন জানিয়েছে বড়খলা সবুজ সংঘ কমিউনিটি সেণ্টার।
সবুজ সংঘ কমিউনিটি সেণ্টারের সভাপতি অসিম দেবলস্কর এই দিনের গুরুত্ব তুলে ধরেন এবং সম্পাদক গৌতম ধরচৌধুরী নার্সদের মহৎ কাজের ও নিষ্টার কথা তুলে ধরেন।
সম্পাদক গৌতম ধরচৌধুরী বলেন, প্রতিজন নার্সকে একজন ফ্লোরেন্স নাইটঙ্গেঁল হিসাবে অভিহিত করেন।
তাই ১২মে আন্তর্জাতিক ভাবে নার্স ডে হিসাবে পালিত হয় বলে জানা তিনি।
মনিশঙ্কর চৌধুরী নার্স দিবস নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় বলেন, নার্সরা তাদের প্রাণের ঝুকি নিয়ে রোগী সেবা করে যাচ্ছেন, কোভিড অতিমারির সময় নার্সরা যে অবদান রেখেছে তা বলে শেষ হবে না।
এদিন নার্সদের গামছা ও মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানান কল্পনা ধরচৌধুরী, অঞ্জনা গোস্বামী, লিপিকা দাস, ববিতা মোদক।
সংবর্ধনা প্রাপ্ত নার্সরা মমতা দেশমূখ্য, শর্মিলা চৌধুরী, মৌটুসি নাথ, সাহানারা বেগম বড়ভূইয়ারা প্রত্যেকেই আন্তর্জাতিক নার্স দিবসের তাৎপর্য আলোচনা করে বলেন আজ আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি।
তারা সামাজিক সংস্থাটি সহ সংস্থার সভাপতি, সম্পাদক সহ সকল সদস্যদেরকে ধন্যবাদ জানান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুমিতা রায়, দিপু মালাকার, অনিমেষ চক্রবর্ত্তী প্রমূখ।