শ্যামল আচার্য, রামকৃষ্ণ নগর : রাতাবাড়ির চেরাগীতে যাত্রীবাহী অটো এবং বাস দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন দিনমজুর কৃষ্ণমোহন ভর।
ঘটনার খবর পাওয়া মাত্র রাতাবাড়ির বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার দিনমজুর কৃষ্ণমোহন ভড়কে সুচিকিৎসার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন।
দুর্ঘটনার পর কৃষ্ণমোহন ভড়কে দেখতেও গিয়েছিলেন বিধায়ক, তিনি কথা দিয়েছিলেন যে সরকারি তহবিল থেকে আর্থিক সাহায্য পাইয়ে দেবেন।
সেই কথাকে বাস্তবায়িত করতে বিধায়ক বিজয় মুখ্যমন্ত্রী ড০ হিমন্তবিশ্ব শর্মার সিএমআরএফ থেকে চিকিৎসার সহায়তা অনুদান হিসাবে পঞ্চাশ হাজার টাকার চেক মঞ্জুর করিয়ে দলীয় কর্মীদের দিয়ে কৃষ্ণমোহন ভড় বাড়িতে পাঠালেন।
বিধায়ক বিজয় মালাকারের এরূপ তৎপরতায় এলাকার মানুষ তাকে ধন্যবাদ জানিয়েছেন।
তারা বলেন, রাতাবাড়ি থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন দলের বিধায়ক নির্বাচিত হয়েছেন, এরমধ্যে অনেকেই বর্তমানে নেই কিন্তু দু-এক জন প্রাক্তন বিধায়ক ছাড়া বাকিরা জীবিত না মৃত সেদিকে ফিরেও তাকাননি।
সেই সময়ে কোন পাকা সড়ক, বিদ্যুৎ, পানীয় জলের সুব্যবস্থা কিছুই ছিল না। কিন্তু বিজয় মালাকার বিধায়ক হওয়ার পর মানুষ বুঝতে পেরেছে যে সবার খোঁজ খবর নেওয়ার একজন আছেন।
চেক দেওয়ার সময় বিধায়কের হয়ে উপস্থিত ছিলেন জেলা ওবিসি মোর্চার সভাপতি গোপী মহন নাথ, বুথ সভাপতি মহেশ দাস, মন্ডল সহ-সভাপতি বিজয় ভান সিংহ, মন্ডল সম্পাদক সঞ্জয় দে, বুথ সভাপতি বিশ্বজিৎ নমঃশুদ্র, বিমল কুঠ, এলাকার সমাজসেবী শিবু দে, চন্দন ভড়, হীরা রজক, মিলন দেব, বিজেপি কর্মী গোপাল গোয়ালা প্রমূখ।