শ্রদ্ধা ও আবেগে বড়খলা সবুজ সংঘ স্মরণ করলো ১৯ শে, মের বাংলা ভাষা শহীদদের

Spread the love

অনিমেষ চক্রবর্ত্তী, বড়খলা : শ্রদ্ধা ও আবেগের সাথে ১৯৬১,র ১৯ মের ভাষা শহীদদের ৬২ তম দিবস শুক্রবার পালন করলো বড়খলা সবুজ সংঘ।

এদিন সন্ধ্যায় সবুজ সংঘের কমিউনিটি সেণ্টারে একাদশ শহীদের অস্থায়ী বেদীতে একাদশ প্রদ্বীপ প্রজ্জ্বলন ও শহীদের প্রতিকৃতিতে মাল্যদান, পুস্পার্ঘ নিবেদন করা হয়।

উপস্থিত ছিলেন সাংবাদিক রশেন্দ্রশর্মা মজুমদার, সংস্থার সভাপতি অসিম দেবলস্কর, সুভাষ দেবলস্কর, খলিলুর রহমান বড়ভূইয়া, রাজ্যিক এসসি মোর্চার উপ-সভাপতি অমলেন্দূ দাস সহ অন্যান্যরা।

এদিন সংস্থার সভাপতির পৌরহিত্যে শহীদদের স্মৃতি চারণের উদ্দেশ্যে অনুষ্ঠিত সভায় বিশিষ্ট অতিথি রশেন্দ্রশর্মা মজুদারকে সংস্থার সম্পাদক গৌতম ধরচৌধুরী উত্তরীয় দিয়ে বরণ করেন।

একাদশ শহীদ স্মরণ সভাতে বাংলা ভাষার জন্য শহীদের প্রতি স্বশ্রদ্ধা জানিয়ে দীর্ঘ আলোচনা করেন তিনি ছিলেন।

উল্লেখ্য যে ১৯৬১-র ভাষা আন্দোলনের প্রত্যক্ষদর্শী এবং নিজেও একজন ভাষা সংগ্রামী ছিলেন।

এছাড়াও ৬১,র ভাষাসংগ্রাম নিয়ে ত্যাৎপর্যপূর্ণ আলোচনা করেন উপস্থিত ব্যক্তিত্বরা। ভাষা শহীদের উপর রচিত সংগীত পরিবেশন করেন সভাপতি অসিম দেবলস্কর সহ কচিকাঁচারা।

 অবশেষে ‘বাংলাভাষা অমর রহে’, ‘একাদশ শহীদ অমর রহে’, ‘১৯শে মে অমর রহে’ স্লোগানের মাধ্যমে  সমাপ্ত করা হয়। উপস্থিত ছিলেন বেনুভূষণ রায়, দিপু মালাকার, শ্যামসুন্দর সাউ গোপাল ধরচৌধুরী, লিপিকা দাস অষ্টমী দাস, রূপক দাস, নিলেশ চক্রবর্ত্তী নিরুপম চক্রবর্ত্তী উপাসন ধরচৌধুরী রুপসী দত্ত সহ স্থানিয়রা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token