সুপ্রিয় পাল, দুল্লভছড়া : মাধ্যমিকে চমকপ্রদ ফল করেছে করিমগঞ্জ জেলার দুল্লভছড়া উন্নয়ন খন্ডের প্রত্যন্ত অঞ্চল কালাছড়ায় স্থানীয় নাগরিকদের প্রচেষ্টায় ২০১৯ সালে গড়ে উঠা ইডেন একাডেমি স্কুল।
স্কুলের অধ্যক্ষ রশিদ আহমদ জানান, স্কুলটিতে নার্সারি থেকে হাইয়ার সেকেন্ডেরী পয্যর্ন্ত ১৮০ জনের বেশী ছাত্রছাত্রী রয়েছে এবং শিক্ষক রয়েছেন ১৮ জন।
এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন ১৮ জন পরীক্ষার্থী, এরমধ্যে প্রথম বিভাগে পাঁচজন উওীর্ন হয়েছেন লেটার মার্ক এসেছে দশটি।
স্কুলের একজন ছাত্রী সুরমা বেগম একটি বিষয়ে স্টার মার্ক পেয়ে স্কুলের নাম আর ও উজ্বল করেন।
এছাড়া দ্বতীয় বিভাগে ৯ ও তৃতীয় বিভাগে ১ জন পাশ করেছেন। স্কুলের এই সাফল্যে অভিভবকরা সন্তোষ প্রকাশ করেছেন।
প্রথম বিভাগে উওীর্ন ছাত্র ছাত্রীদের তাদের উজ্বল ভবিষ্যতের উৎসাহ প্রদানে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।
স্কুলের এবারের মাধ্যমিকে পাশ করা অন্যান ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা প্রদান করা হবে বলে জানান।
আগামী বছরের মাধ্যমিক পরীক্ষায় আর ও ভাল ফলাফল হবে বলে আশাবাদী স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।
সংবর্ধনা সভা অভিবাবক কামাখ্যা মিশ্র, আকলিশ আলী, স্কুলের সভাপতি মইনূল হক সহ এমডি আব্দুল মুনিম উপস্থিত ছিলেন।
উওীর্ন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করেন সন্তোষ তেওয়ারী, সুদীপ দাস, ফুলমতি ভর, কৃষ্ণ গোয়ালা, অমি দাস সহ অন্যানরা। অধ্যক্ষ বলেন স্কুলের প্রতি জন শিক্ষক ও শিক্ষায়েত্রীরা সহ অভিবাবকেরা স্কুলের উন্নয়নে কটুর পরিশ্রম করায় দাপে দাপে এগিয়ে যাচ্ছে।
তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন