জুলি দাস
করিমগঞ্জ, ৩১ অক্টোবর : এক জমজমাট সংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিল টাউন কালিবাড়ি পরিচালন সমিতি। টাউন কালীবাড়ি পরিচালন সমিতির উদ্যোগে আয়োজিত ‘দীপাবলি সন্ধ্যা’য় স্থানীয় অনেক শিল্পী যোগদান করেছিলেন।
প্রথমে দেবল নন্দী শ্যামাসঙ্গীত পরিবেশন করেন ‘মা হয়ে তুই আয়…’। এরপর পঞ্চমী দে ‘ডুব ডুব ডুব রূপ সাগরে…’ সঙ্গীত পরিবেশন করেন।
অঙ্কিতা পোদ্দার ‘মন রে কৃষি কাজ…’ শ্যামা সঙ্গীত পরিবেশন করেন। রাজলক্ষী দাস ‘আমার চোখের কাজল…’, সৌম্মজিত মজুমদার ‘শ্যামা নামের লাগলো আগুন…’,
মৌসুমী দাস বণিক ‘শ্মশান কালীর নাম শুনে রে ভয় কে পায়…’, অরূপরতন দাস ‘তারা মা মাগো তারা…’, শ্রাবণী পাল ‘কালো মেয়ের পায়ের তলায়…’, মঞ্জুরি চৌধুরী ‘শ্যামা মা কি আমার কালো…’, প্রিয়াঙ্কা দাস চৌধুরী ‘কে পরালো মুণ্ড মালা…’ সুস্মিতা চক্রবর্তী ‘আমায় একটু জায়গা দাও…’, তাপস দে ‘আমার মায়ের পায়ের রাঙা জবা…’, সৌম্মজীত পুরকায়স্থ ‘আমার সর্ব অঙ্গে লিখে দিও…’, অপরাজিতা রায় ‘মা তোর চোখের কাজল সারা গায়ে…’, কণিকা দাশগুপ্ত ‘সাদা নন্দাময়ী কালী…’ শ্যামাসঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে নব প্রজন্মের শিল্পীদের সংগীত পরিবেশন দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে। শিল্পীদের তবলায় সহযোগিতা করেন তুষারকান্তি দে ও স্বরাজ চক্রবর্তী। সিন্থেসাইজার রঞ্জিত দে, মন্দিরায় রাজলক্ষ্মী দাস, পারকাশন ও ঘোষকের দায়িত্বে ছিলেন বিষ্ণুপদ নাগ। অনুষ্ঠান সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন দেবল নন্দী। দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে ‘দীপাবলি সন্ধ্যা’র অনুষ্ঠান।