রাতাবাড়ির পঁচাত্তর বছরের দ্বিগুণ উন্নয়ন হয়েছে বিজেপির আমলে : বিধায়ক বিজয়

Spread the love

শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর : উন্নয়নের আরেক নাম বিজেপি, এভাবেই বিজেপির প্রশংসা কুড়ালেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার।  

তিনি বলেন স্বাধীনতার পঁচাত্তর বছরে রাজ্যের এক নম্বর সংরক্ষিত আসন রাতাবাড়ির যতটুকু উন্নয়ন হয়েছে তার দ্বিগুণ হয়েছে বিজেপি সরকারের আমলেও।

কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ও রাজ্যের ড০ হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের ৯ বছরপূর্তি উপলক্ষে এক মাস ব্যাপী মহা জনসম্পর্ক অভিযান কার্যক্রমকে সামনে রেখে আজ কার্যনির্বাহী সভায় বক্তব্য রাখেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার।

তিনি বলেন রাতাবাড়ি বিধানসভা এলাকায় মেডিক্যাল কলেজ হচ্ছে, বিভিন্ন বাগান এলাকায় চারটি মডেল কলেজ হচ্ছে, মহাপ্রভূর নামে ৮টি কমিউনিটি হলের জন্য দুই কোটি টাকা করে বরাদ্দ হয়েছে।

তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক প্রকল্পের তথ্য তুলে ধরে বলেন গোটা রাতাবাড়ি এলাকার রাস্তাঘাটের প্রভূত উন্নতি হয়েছে।

  সভায়  অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন দুল্লভছড়া মন্ডল সভাপতি জিতেন্দ্র লাল রায়, কিষান মোর্চা রাজ্যিক উপ-সভাপতি রঞ্জিত ভট্টাচার্য্য, জেলা বিজেপি সহ-সভাপতি উমাশঙ্কর বানিয়া, দলের কার্যকর্তা ড০ চন্দ্র শেখর পান্ডে, শ্যামধর দুবে, জিলা এসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস।

এছাড়াও অবিসি মোর্চার জেলা সভাপতি গোপীমোহন নাথ, জেলা সাধারণ সম্পাদক প্রণব মুখার্জী, জেলা বিজেপি সাধারণ সম্পাদক নির্মল বনিক, জেলা সম্পাদক ধীমান কান্তি রায়, জেলা বিজেপি কার্যকরী সদস্য তথা লালছড়া জিপি সভাপতি সঞ্জয় গোস্বামী, মন্ডল উপ-সভাপতি শ্যামকুমার সিনহা, সাধারন সম্পাদক নরোত্তম সিনহা, সকল মোর্চার সভাপতি, সম্পাদক সহ দলীয় কার্যকর্তাবৃন্দ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token