সুপ্রিয় পাল, দুল্লভছড়া : পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনকে সামনে দলকে শক্তিশালী করে তুলতে বিজেপির দুল্লভছড়া ব্লকমন্ডল কার্য্যলয়ে দলীয় কর্মীদের সভা অনুষ্টিত হয়।
সভা শুরু হওয়ার আগে দলীয় পতাকা উওোলন সহ ভারত মাতা, ড০ শ্যামা প্রসাদ মূর্খাজী এবং দীন দয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন ও পুস্পর্ঘ অর্পন করা হয়।
জানা গেছে যে আগামী ৩০ মে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নয় বছর পূর্তী উপলক্ষে দেশব্যাপী মহা সম্পর্ক যাত্রার শুভারম্ভ হবে।
আসামেও ৩০ জুন পয্যন্ত দীর্ঘ এক মাস ব্যাপী দলীয় কর্মীরা বিভিন্ন কায্যসুচির মাধ্যমে রাজ্যিক কমিটি এবং মন্ত্রীসভার সদস্যদের অংশ গ্রহনে মহাসম্পর্ক যাত্রা চালিয়ে যাবেন।
এই সভায় উপস্থিত ছিলেন কিষান মোর্চার রাজ্যিক উপ সভাপতি রঞ্জিত ভট্টাচার্য্য, জেলা বিজেপি সহ সভাপতি উমা শঙ্কর বানিয়া, ড০ চন্দ্র শেখর পান্ডে, শ্যামধর দূবে, জেলা এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস।
এছাড়াও ছিলেন ওবিসি র্মোচার জেলা সভাপতি গোপী মোহন নাথ, জেলা সাধারণ সম্পাদক প্রনব মূখার্জী, জেলার সাধারণ সম্পাদক নির্মল বনিক, সম্পাদক ধীমান কান্তি রায়, লালছড়া জিপি সভাপতি সঞ্চয় গোস্বামী, মন্ডল উপ সভাপতি শ্যাম কুমার সিনহা, সাধারন সম্পাদক নরোওম সিনহা সহ অন্যানরা।