দূর্নীতির উত্থাপিত অভিযোগ খন্ডন করলেন বাহাদুরপুর জিপির সভাপতি ও সচিব

Spread the love

মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : বাহাদুরপুর জিপি কার্যালয়ে আজ সাংবাদিক সম্মেলন করে জিপির উন্নয়নমূলক কাজ কর্মের কথা বিস্তারিত তুলে ধরেন জিপি সভাপতি জাকির হোসেন চৌধুরী।

তিনি বলেন, বাহাদুরপুর জিপিতে পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন বিভাগের বিভিন্ন প্রকল্পের আওতায় বরাদ্দকৃত অর্থের কোন ধরনের দূর্ণীতি বা অনিয়ম হয়নি।

সম্পূর্ণ কাজ সরকারি গাইডলাইন অনুযায়ী সঠিকভাবে হয়েছে।

অরুনোদয়, পিএমএওয়াই সহ সবগুলো প্রকল্প সরকারি গাইডলাইন অনুযায়ী গাঁও সভার মাধ্যমে হিতাধীকারী বাছাই করে সুবিধা প্রদান করা হয়েছে।

জিপি সভাপতি জাকির হোসেন চৌধুরী বলেন, একাংশ স্বার্থান্বেষী লোক নিজের ব‍্যক্তিগত স্বার্থের জন্য মিথ্যা অভিযোগ তুলেছেন।

এদিকে বাহাদুরপুর জিপি সচিব আতাউর রহমান মাঝারভূইয়া জানান, তিনি এই জিপির সচিব হিসাবে দায়িত্ব পালনের ১৭ থেকে ১৮ মাস হচ্ছে, তার এই সময়ে জিপিতে কোন ধরনের দূর্ণীতি দেখতে পাননি।

জিপির যেকোনো সরকারি প্রকল্প বাস্তবায়ন করতে প্রথমে গাঁওসভা করে সিদ্ধান্ত গ্ৰহণের মাধ্যমে কাজ শুরু করা হয়।

সরকারি গাইডলাইন অনুযায়ী কন্সট্রাকশন কমিটি গঠন করে একজন চেয়ারম্যান মনোনীত করে কাজ শুরু হয়।

এখানে দূর্ণীতির কোন প্রশ্নই আসে না। বাহাদুরপুর জিপির উন্নয়নে তিনি নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন এতে সকলের সহযোগিতা কামনা করেন জিপি সচিব আতাউর রহমান মাঝারভূইয়া।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token