পিএনসি, শিলচর : শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নয়নে ৪০টি পোস্ট গ্রাজুয়েট আসন বাড়াতে কেন্দ্রের প্রস্তাবে রাজ্য সরকার সাড়া না দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ড০ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ।
সংগঠনের পক্ষ থেকে ২০১৯ সালে প্রধানমন্ত্রীর কাছে দাবি পত্র পেশ করা হলে ২০২০ সালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আসাম সরকারকে মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েটের আসন সংখ্যা ৪০টি বাড়ানোর জন্য প্রকল্প প্রতিবেদন প্রস্তুত করতে নির্দেশ দেয়।
কিন্তু পরিষদ তিন বছর ধরে রাজ্য সরকারকে বার বার অনুরোধ করা সত্ত্বেও এবিষয়ে কোন ভূমিকা পালন করেনি।
তাই বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে ফের ইমেইল পাঠিয়ে এই বিষয়ে তাঁর হস্তক্ষেপ প্রার্থনা করেছে। আগামী সাধারণ নির্বাচনের আগে মেডিকেলের এই প্রকল্প রূপায়ণ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।