কোন কারণ ছাড়াই আজিমকে বার বার ঘর থেকে তুলে নিয়ে যায় রাতাবাড়ি পুলিশ : অভিযোগ

Spread the love

সুপ্রিয় পাল, দুল্লভছড়া : আইন শৃংখলা রক্ষার নামে সাধারণ মানুষকে পুলিশের হয়রানির শিকার হতে হচ্ছে অনেক নীরিহ মানুষকে।

এমনই এক ঘটনা সামনে নিয়ে এলেন আনিপুর জিপির হুলাসনগর গ্রামের আজিম উদ্দিনের পরিবারের লোকেরা।

সোমবার সাংবাদিক সম্মেলন করে তারা রাতাবাড়ি পুলিশের এমনই গুরত্বর অভিযোগ তুলে ধরেছেন।

তারা বলেন যে রাতাবাড়ি থানার পুলিশ কর্মীরা বিনা কারনে রাতের বেলা আজিম উদ্দিনকে ঘর থেকে তুলে নিয়ে যায়।

 রাতাবাড়ি পুলিশের এহেন কার্যকলাপ কোনভাবেই আজিমের পরিবারের সদস্যরা মেনে নিতে পারছেনা।

তারা জানান গত ১০ জুন (শনিবার) সকালে আনিপুর যাওয়ার পথে একজন স্কুটি চালক আজিম উদ্দিনের বাইকে ধাক্কা মারলে আজিম উদ্দিন আঘাত প্রাপ্ত হন।

এরপর থানায় না গিয়ে স্থানীয়দের উপস্থিতে ঘটনাটির মিমাংসা হয়ে যায়।

কিন্তু সেই রাতেই আনুমানিক ১০টায় রাতাবাড়ি পুলিশ বাহিনী আজিম উদ্দিনকে বাইক সহ ঘর থেকে ধরে নিয়ে যায় রাতাবাড়ি থানায়।

আজিমের বড় ভাই বাহার উদ্দিন খবর পেয়ে থানায় ছুটে যান এবং ছোট ভাইকে নিয়ে আসার কারন জানতে চাইলে কর্ত‍্যবরত পুলিশ কর্মী সটিক উওর না দিয়ে ধমক দিয়ে অফিসে বসিয়ে রাখেন।

এর দীর্ঘক্ষন পর আজিম উদ্দিনকে ছাড়িয়ে নিয়ে আসেন বাহার।

এনিয়ে পরিবারের সদস‍্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন এভাবে কিছুদিন পর পর তাকে বিনা কারনে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাতাবাড়ি পুলিশ কোন কারন জানাতে ব‍্যর্থ হয়।

তারা বলেন পুলিশ প্রশাসনের এরূপ আচরনে মানসিকভাবে ভেঙ্গে পড়ছেন পরিবারের সদস্যরা।

সামাজিক ভাবে পরিবারের সদস্যদের কলুষিত করার পাশাপাশি যুবকটির উজ্বল ভবিষ্যতের পথে বাধাঁর সৃষ্টি করা হচ্ছে বলেও তারা ক্ষোভ প্রকাশ করেন। তাই সটিক বিচারের জন‍্য তারা জেলা পুলিশ সুপার, রাজ‍্যর মূখ্যমন্ত্রী, বিধায়ক বিজয় মালাকার ও করিমগঞ্জ জেলা উপায়ূক্তের নিকট নালিশ জানিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token