সুপ্রিয় পাল, দুল্লভছড়া : দুল্লভছড়া মডেল হাসপাতালে পানীয় জলের সংকট নিয়ে ১৭ জুন প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়ায় সাংবাদিক সম্মেলন করলেন এসডিএম ও হাসপাতালের চিকিৎসকরা।
সাধারণত মডেল হাসপাতালে সাত থেকে আটজন চিকিৎসকের প্রয়োজন, কিন্তু দুল্লভছড়া মডেল হাসপাতালে দুই থেকে তিনজন ডাক্তার রোগীদের চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন।
তাছাড়া সরকারিভাবে অনেক টাকা ব্যয় করা হলেও বিশুদ্ধ পানিয় জলের অভাবে চিকিৎসকদের দুল্লভছড়া স্টেশনে যেতে হয়।
দুল্লভছড়া হাসপাতালে সাংবাদিক সম্মেলনে এসডিএম ডাঃ বিধান চন্দ্র বিশ্বাস ও ডঃ বিকাশ নাথ এভাবেই মতামত ব্যক্ত করেন।
এদিকে গত ১৭ জুন প্রকাশিত সাংবাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে এসডিএম জানান তিনি দুল্লভছড়া ও রামকৃষ্ণনগর দুইটি হাসপাতালের দায়িত্বে রয়েছেন, এছাড়া রয়েছে অফিসিয়াল কাজে ব্যস্ততা।
তা সত্ত্বেও রোগীদের সেবা করছেন।
একই ভাবে দুল্লভছড়ায় বর্তমানে ডাক্তাররা রোগীদের সেবা করা সত্ত্বেও সঠিক তথ্য না জেনে সংবাদ পরিবেশনে দুঃখ প্রকাশ করেন।
অপরদিকে ডঃ বিকাশ নাথের ভাষ্য অনুযায়ী তাদের কোয়ার্টারে বিশুদ্ধ বিশুদ্ধ জল না থাকায় তাদেরকে স্টেশন রোডে গিয়ে খাওয়া-দাওয়া করতে হয়।
তবে বেলা অনুমানিক আড়াইটার সময়ে মধ্যাহ্নভোজনের জন্য দুল্লভছড়া গিয়েছিলেন, সেই সময়ে একজন স্কুল ছাত্রী অসুস্থ হয়ে আসার খবর পাওয়ায় তড়িঘড়ি হাসপাতালে আসাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়া সত্ত্বেও হাসপাতালে রোগীর চিকিৎসা করেন।
ছাত্রীটিকে চিকিৎসার পর বাড়িতে পাটিয়ে দেন। কিন্তু এই সময়ের ১০ থেকে ১৫ মিনিটের ব্যবধান নিয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে এতে সত্যতা খুবই কম।