মোস্তফা আহমদ মজুমদার : পূর্ব হাইলাকান্দির বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করল রাইজর দল।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্করের নেতৃত্বে এক প্রতিনিধি দল শুক্রবার বড়হাইলাকান্দি, বন্দুকমারা, মাটিজুরী, পূর্বগুল অঞ্চলের বন্যা দুর্গতদের মধ্যে ত্রান বিতরণ করেছে।
তার সঙ্গে ছিলেন হাইলাকান্দি জেলা সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর, ছাত্র মুক্তির সম্পাদক খায়রুল ইসলাম লস্কর, জাতীয় যুব বাহিনীর সভাপতি মস্তাক হোসেন মাঝারভূইয়া ও মোস্তাফা আহমেদ লস্কর।
নৌকা করে বন্যার্তদের ঘরে ঘরে গিয়ে তারা ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণের প্যাকেটে ছিল চাল, ডাল, লবণ, তেল, বিস্কুট ও খাবার জল ইত্যাদি।
জহির জানান, গত কয়েক দিন ধরে পূর্ব হাইলাকান্দির বড়হাইলাকান্দি, মাটিজুরী, পূর্বগুল, বন্দুকমারা বন্যায় প্লাবিত হলেও কোন সরকারি ত্রাণ পৌঁছেনি।
তার প্রশ্ন শিবিরে সরকারি ত্রাণ দেওয়া হচ্ছে বলে জানানো হলেও এই ত্রান যাচ্ছে কোথায়? গ্রামের জলবন্দি হাজার হাজার মানুষের কাছে কেন আজ পর্যন্ত পৌঁছাচ্ছেনা সরকারি ত্রাণ?
জহির সার্কেল অফিসারের মাধ্যমে বন্যা আক্রান্তদের তালিকা তৈরি করে উপযুক্ত ক্ষতিপূরণ সহ ত্রান দেওয়ার দাবী জানান।