মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : অবশেষে ডিলিমিটেশনের প্রতিবাদে এবার সরব হল এআইইউডিফও।
সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে সম্পূর্ণ বেআইনি ভাবে রাজ্যের বিধানসভা সমষ্টিরগুলোর সীমা নির্ধারণ করার অভিযোগ এনে আজ হাইলাকান্দিতে মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং মন্ত্রী অশোক সিঙ্গলের কুশপুত্তলিকা করে উত্তাল প্রতিবাদ জানিয়েছে।
হাইলাকান্দি জেলার তিন বিধায়ক সুজাম, নিজাম এবং জাকির এই ডিলিমিটেশনের খসড়াকে বিজেপি এবং আরএসএস-র প্রস্তাব অনুযায়ী করার অভিযোগ করেছেন।
তারা হাইলাকান্দি জেলার বিধানসভা সমষ্টিগুলোর সীমানা পুনর্ণিধারণ করে একটি বিধানসভা সমষ্টিকে বিলুপ্ত করাকে ডিলিমিটেশনের আইনের সম্পূর্ণ বিপরীত এবং পরিপন্থী বলে অভিযোগ করেছেন।
এআইইউডিএফ দলের তিন বিধায়ক সহ কর্মকর্তারা হাইলাকান্দি সদরের বিবেকানন্দ রোডে অসমের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং মন্ত্রী অশোক সিংহলের কুশপুত্তলিকা দাহ করে তীব্র প্রতিবাদ জানান।