সুপ্রিয় পাল, দুল্লভছড়া : দুল্লভছড়া খন্ড উন্নয়নের অন্তর্গত পাতিয়ালা জিপিতে ভুয়া জিওটেকের তালিকার মাধ্যমে সরকারি অর্থ লোপাটের ঘটনায় সরকারের স্বচ্ছতার বয়ানবাজি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় জনগণের অভিযোগ যে সিএম ভিজিলেন্সর একটি দল পাতিয়ালা জিপির ৬নং ওয়ার্ডের প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীদের তালিকার প্রাপ্ত ঘর পরিদর্শনে এই দুর্নীতির তথ্য প্রকাশ্যে আসে।
জিপি গরীব জনসাধারণকে বঞ্চিত করে বিত্তবান ব্যক্তিদের নামে বরাদ্দ করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর।
তাছাড়া জিপিতে এমনও হিতাধিকারীরা তালিকায় রয়েছেন যারা অন্য জিপিতে বসবাস করছেন অথবা ঘর বরাদ্ধ করা স্থানে নেই।
কিন্তু পুরোপুরি মেনেজ সিস্টেমে প্রতিবেশীর কারো নামে অথবা একই বাড়ির দুটি অংশে জিওটেক করিয়ে জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ লোপাট চলছে।
অন্যদিকে পাতিয়ালা জিপির হিতাধিকারীকে পেচাওয়ালায়ও জিওটেক করানোর অভিযোগ সামনে এসেছে।
এরকম অনেক হিতাধিকারী রয়েছেন যারা তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে কিছুই জানেন না অথচ দালাল চক্র তাদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা ভোগ করছে।
এদের মধ্যে রয়েছেন রেক ফুল বিবি, স্বামী আব্দুল সুফান, (ID NO AS 2871080), সজাধ আলী, পিতা সইয়াব আলী, (ID NO AS 2879057), আমির উদ্দিন, পিতা আজমির আলী (ID NO AS 2726408) এবং তসর আলী পিতা নিয়াজ আলী (ID NO AS 1857870)।
উল্লেখ্য যে, দুর্নীতি আকড়ায় পরিণত হওয়া পাতিয়ালা জিপির জিআরএস এর আগে এরকম দুর্নীতির জন্য জেলও কেটেছেন।
সেই সময় জিপি অফিস প্রায় ৮ মাস বন্ধ ছিল, জনগণকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। এবার গ্রামবাসীরা প্রকৃত হিতাধীকারিদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের কিস্তি টাকা শীঘ্রই দিতে এবং উপযুক্ত তদন্তের মাধ্যমে দালাল চক্রের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।