বাংলাদেশের সংসদ নির্বাচনকে ঘিরে ভয়ে সংখ্যালঘুরা : হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

Spread the love

ঢাকা : বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

সংগঠনটি বলছে যে নির্বাচন আসলেই বাংলাদেশের সংখ্যালঘুদেরকে ‘খেলার ঘুঁটি’ বানানো হয়। তাই নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু সম্প্রদায়কে ভয়ে থাকতে হয়।

শনিবার বাংলাদেশের রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঢাকা বিভাগীয় প্রতিনিধি সভায় আলোচনায় এসব বিষয়গুলো উঠে এসেছে।

আওয়ামী লীগ গত নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের বিষয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এই সভা করেছে পরিষদ।

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘুবিষয়ক জাতীয় কমিশন গঠন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন, সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ ইশতেহারে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল আওয়ামী লীগ।  

সভায় মুখ্য আলোচকের বক্তব্যে পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন যে নির্বাচনের পূর্বাপর সময়ে সংখ্যালঘুদের টার্গেট করে, বিশেষ মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় এবং করে।

তাদের লক্ষ্য একটাই দেশকে সংখ্যালঘু শূন্য করা। আগামী নির্বাচনকে ঘিরে সংখ্যালঘুদের অবস্থা কী দাঁড়াবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

নির্বাচনের আগে ও পরের পরিস্থিতি নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্বেগ ও শঙ্কার কথা বিদেশি দূতাবাসগুলোকে জানানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান রানা দাশগুপ্ত।  

তিনি বলেন, পরিষদের উদ্বেগের কথা ইতিমধ্যে আওয়ামী লীগকে জানানো হয়েছে, সাম্প্রদায়িক দলগুলো ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোকেও তা জানানোর পরিকল্পনা রয়েছে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token