মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : প্রকাশিত ডিলিমিটেশনের খসড়া বাঙালিদেরকে সর্বনাশ করার চক্রান্ত বললেন ধর্মীয় পণ্ডিত মওলানা সারিমুল হক লস্কর।
ধর্মীয় বিধিমালা মেনে সবাইকে ঈদ পালন করতে বলেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জমাতের মূখ্য উপদেষ্টা মওলানা সারিমুল হক লস্কর।
আজ নিজ বাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে ইসলামী শরীয়তের দৃষ্টিতে ঈদুল আজহা এবং পশু কোরবানি দেওয়ার তাৎপর্য তুলে ধরেন তিনি।
বিশীষ্ট ইসলামিক পণ্ডিত ঈদের খুশিতে যেন অন্যান্য ধর্মাবলম্বীদের মনে কোন চুট না আসে, যাহাতে কোনো ব্যাঘাত না ঘটে এদিকে লক্ষ্য রাখতে ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান তিনি।
বলেন, প্রতি বছর ঈদ যেহেতু খুশির বার্তা নিয়ে আসে তাই ঈদের খুশিতে অন্যকে কষ্ট দেওয়া ইসলামে নিষেধ করেছে।
ঈদুল আজহার দিনে ইসলাম ধর্মে পশু কোরবানির বিধান থাকার উল্লেখ করে বলেন মহানবী হজরত মোহাম্মদ (স:) নিজেও পশু কোরবানি দিয়েছেন এবং কোরবানির আদেশও দিয়ে গেছেন।
ধর্মীয় আইন অনুযায়ী সামর্থবানরা ঈদুল আজহায় পশু কোরবানি করেন। বিশেষ করে আমাদের দেশে গরু, মহিষ, ছাগল ও ভেড়া ইত্যাদি পশু দিয়ে কোরবানি দেওয়া হয়।
তাই পশু জবাই করে অবশিষ্টাংশ বা বর্জ্যগুলো মাটিতে গভীর গর্ত খনন করে পুঁতে রাখতে সবাইকে নির্দেশ দেন মওলানা সারিমুল।
তিনি বলেন ইতিমধ্যে হাইলাকান্দি জেলা প্রশাসনের কনফারেন্স রুমে ঈদ উপলক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এই বৈঠকে তিনি নিজেও অংশগ্রহণ করেছেন।
শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের জন্য জেলাবাসীর প্রতি প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। তাই সবাইকে শান্তিপূর্ণ ভাবে ধর্মীয় এই উৎসব পালন করতে বলেন তিনি।
ডিলিমিটেশনের খসড়া সম্পর্কে ইসলামিক পণ্ডিত মওলানা সারিমুল হক লস্কর বলেন, প্রকাশিত ডিলিমিটেশনের খসড়ায় সমষ্টি পূণর্ণির্ধারনের যে চিত্র দেখা যাচ্ছে এটা কোন অবস্থাতেই গ্ৰহণযোগ্য নয়।
তাছাড়া বরাকের দুটি বিধানসভা সমষ্টি বিলুপ্তির ক্ষেত্রে তিনি বলেন, দিন দিন জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে এখানে সমষ্টি বিলুপ্ত করার প্রশ্নই আসে না।
এবিষয়ে আগামী সোমবার শিলচরে তাদের সর্বদলীয় এক বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে বরাকের তিন জেলার বিশীষ্ট ব্যাক্তিরা উপস্থিত থাকবেন।
সেই বৈঠক শেষে এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করে তারা ডিলিমিটেশনের খসড়া নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন বলে জানান আহলেসুন্নতের মূখ্য উপদেষ্টা মওলানা সারিমুল হক লস্কর।