শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর : কালিনগর এমভি স্কুলে ছাত্র বৃত্তির জন্য এককালীন ১০ লক্ষ টাকার আর্থিক অনুদান দিলেন রিনা নাথ।
তার এই মহৎ কাজের প্রশংসা পঞ্চমুখ রামকৃষ্ণনগর ব্লক শিক্ষা খন্ড আধিকারিক সহ এলাকার শিক্ষানুরাগী মহল।
জানা গেছে স্বামী চুনীলাল নাথের স্মৃতি রক্ষার্থে চুনীলাল নাথ মেমোরিয়াল স্কলারশিপ হিসেবে তার স্ত্রী রিনা নাথ এই এককালীন ১০ লক্ষ টাকার চেক তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে।
এ উপলক্ষে শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ওই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুভাষ নাথ।
অনুষ্ঠানের শুরুতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ সহ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সভার সূচনা করা হয়।
সভায় উপস্থিত সবাই রিনা নাথের এই মহৎ কাজের জন্য তাঁকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার ভুহুসি প্রশংসা করেন।
সভায় উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর শিক্ষাখন্ডে আধিকারিক মাধব সাহা, রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সরদিন্দু নাথ মজুমদার,ধনঞ্জয় নাথ, সারা অসম এমবি স্কুল টিচার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা, সঞ্জীব দাস, রামকৃষ্ণ নগর এমই স্কুল টিচার্স অ্যাসোসিয়েশনের ব্লক সম্পাদক স্মরজিৎ বিশ্বাস।
এছাড়াও ছিলেন রামকৃষ্ণ নগর এমভি স্কুল টিচার্স এসোসিয়েশনের সভাপতি, আলতাফ হোসেন, এম ভি স্কুল টিচার্স এসোসিয়েশনের জেলা সহ সম্পাদক সীতাংশু পাল, ওই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, নিরন্ত পাল, ওয়ার্ড কমিশনার মনিকা বৈদ্য, বিশিষ্ট সমাজসেবী, মৃগাঙ্ক দত্ত চৌধুরী, কদমতল হাই স্কুলের প্রধান শিক্ষক, অরুণ চৌধুরী, সহ আরো অনেকেই।