জুলি দাস, করিমগঞ্জ : দীর্ঘ তিন বছর ধরে জমা জলের দুর্ভোগ থেকে অবশেষে মুক্তি মিলেছে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জাতুয়া গ্রামের জনগণের।
অগপ সভাপতি মুজাক্কির হোসেন তাপাদার বিষয়টি জেলাশাসকের নজরে আনলে জেলাশাসকের নির্দেশে তড়িঘড়ি জল নিষ্কাশনের জন্য রিং বসানো হয়।
তবে রাস্তা খুড়ে রিং বসানোর ফলে কর্দমাক্ত হয়ে পড়ে পূর্ত সড়ক।
মঙ্গলবার স্থানীয় দুই সমাজ হিতৈষী ব্যক্তি সড়কে দুই গাড়ি পাথর, ইট ফেলার পর স্বাভাবিক হয় যান চলাচল।
অন্যদিকে, এদিন এলাকায় গিয়ে উপস্থিত হন অগপ জেলা সভাপতি, তিনি সড়ক পিচ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
দীর্ঘদিন থেকে জল নিষ্কাশনে জনপ্রতিনিধিরা উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামের জনগণ। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের ভূমিকারও কড়া সমালোচনা করেছেন গ্রামবাসী।