অনিমেষ চক্রবর্ত্তী বড়খলা ১৩মে শনিবারঃ কাছাড়ের বড়খলা সমষ্টির প্রত্যন্ত গ্রাম ভাঙ্গারপারে এমন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে প্রায় অভাবনীয় ছিল।
সেই অচিন্তনীয় ভাবনাকে বাস্তবে রূপদিয়েছে স্প্রিংডিলস একাডেমি ভাঙ্গারপার। ২০২২-২৩ সালের শিক্ষাবর্ষে প্রথম বার পড়ুয়ারা মুখোমুখি হয় মাধ্যমিকের।
এই পদক্ষেপ যেমন প্রতিটা পড়ুয়ারার কাছে কঠিন ছিল তেমনি বড়ো মঞ্চে নিজেকে মেধাবী প্রমাণের সুযোগ ছিল স্প্রিংডিলস একাডেমিরও।
তাই হল প্রথম পরীক্ষায়ই স্প্রিংডিলস বিরাট সাফল্য অর্জন করেছে।
সিবিএসসি মাধ্যমিক পরীক্ষায় স্কুলের ফলাফল ছিল চোখে পড়ার মতো দর্শনীয়। প্রথম বারের পরীক্ষায় ৪৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
তার মধ্যে ৪৩ জনই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। বাকি চার জন দ্বিতীয় বিভাগে। সর্বমোট লেটার মার্কস আসে ৯২টি। ৯০ শতাংশের উপরে মার্কস আসে পঁয়ত্রিশটি বিষয়ে।
চারজন ছাত্র ৯০ শতাংশের উপরে মার্কস পায়। স্কুলের পক্ষে প্রথম স্থান অধিকার করে আব্দুল ওদুদ চৌধুরী। সে পেয়েছে ৯২.৪০% মার্কস।
প্রথমবারেই এমন চোখ ধাঁধানো সাফল্যে এলাকায় খুশির জোয়ার বইছে। বৃহত্তর অঞ্চল জুড়ে বিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ ভাবে স্কুলের ম্যানেজিং ডিরেক্টর জয়নাল আবেদিনের প্রশংসায় পঞ্চমুখ সবাই।
তবে এমন ফলাফলের পর জয়নাল আবেদিন জানান এই সাফল্যের প্রথম ভাগিদার প্রতিটা ছাত্র তথা তাদের পরিবারবর্গ।
তাদের নিজস্ব পরিশ্রমেরই ফসল এই ফলাফল।
তবে তারা যেভাবে স্কুল কর্তৃপক্ষের উপর আস্থা রেখে ছিলেন সেই আস্থার মান স্প্রিংডিলস একাডেমি রাখতে পেরেছে বলে তার বিশ্বাস।
তিনি স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বাকি কর্মচারীদেরও ধন্যবাদ জানান।
এবছর থেকে স্কুলে উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষ চালু হচ্ছে বলেও তিনি সবাইকে অবগত করান।
স্প্রিং ডেইলস একাডেমীর এমন নজড় কাড়া সাফল্যে বড়খলা তথা পশ্চিম শিলচর এলাকায় খুশির জোয়ার বইছে।
এদিকে এমন উৎসব মুখর পরিবেশ দেখে ভাঙ্গারপার জিপির এপি সদস্যার প্রতিনিধি সফিকুল ইসলাম এবং গ্ৰুপ সদস্য রাজুল হক বড়ভুইয়া স্কুলে গিয়ে ফোলাম গামছা দিয়ে সংবর্ধনা জানান স্কুলের এমডি জয়নাল আবেদীন বড়ভুইয়াকে। তাঁর পরিশ্রমেই বড়খলাবাসীর মুখ উজ্জ্বল হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন তারা।