পিএনসি, শিলচর : বিভিন্ন সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে রেল বিভাগ অবশেষে আগামী ২৯ জুন বৃহস্পতিবার থেকে শিলচর-আগরতলার মধ্যে জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন চালু করবে।
জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটি ভোর ছয়টার সময়ে আগরতলা থেকে ছেড়ে আমবাসা, ধর্ম নগর, নিউকরিমগঞ্জ , বদরপুর ও অরুনাচলে যাত্রা বিরতি দিয়ে ১১টা ৩০ মিনিটে শিলচর পৌঁছাবে।
এরপর বিকেল ৪টা ৩৫ মিনিটে শিলচর থেকে আগরতলার উদ্দেশ্যে ফের রওয়ানা হবে।
রেল সূত্রে জানা গেছে যে এই ট্রেন বর্তমানে সপ্তাহে বৃহস্পতি ও শনিবার এই দুদিন গ্রীষ্ম কালীন বিশেষ ট্রেন হিসেবে আগামী ২১সেপ্টেম্বর পর্যন্ত চলবে।