মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : বরাক বনধকে সমর্থন জানিয়ে হাইলাকান্দির রাজপথে নামতে দেখা গেছে ডিলিমিটেশন বিরোধী সংগ্রামী ঐক্যমঞ্চ।
মঙ্গলবার বরাক বনধের দিন হাইলাকান্দির রাজপথে নেমে গাড়ি, ইরিক্সা সহ বিভিন্ন ব্যবসিয়িক প্রতিষ্ঠান বনধ করতে আহ্বান জানান ডিলিমিটেশন বিরোধী সংগ্রামী ঐক্যমঞ্চের মূখ্য আহবায়ক কমরুল আলম চৌধুরী, আহবায়ক সামসুল হক বড়ভূইয়া, দিলোয়ার হোসেন মজুমদার, সেলিম উদ্দিন লস্কর ও সিরাজ উদ্দিন মজুমদার প্রমুখ।
ঐক্য মঞ্চের আহবায়ক সামসুল হক বড়ভূইয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সমগ্র বরাক উপত্যকার সঙ্গে হাইলাকান্দিতেও সর্বাত্মক বনধ পালিত হয়েছে।
হাইলাকান্দির সর্বশ্রেণীর মানুষ আজ যানবাহন এবং দোকানপাট বন্ধ রেখে বনধকে সমর্থন করেছেন।
মানুষ বুঝতে পেরেছেন যে একটি বিধানসভা আসন বিলুপ্ত হলে কতটুকু ক্ষতি হয় তাই মানুষ স্বতস্ফূর্ত ভাবে এই বনধকে সমর্থন জানিয়েছেন বলে জানান তিনি।
তাছাড়া ঐক্যমঞ্চের আহ্বায়ক সামসুল হক আরও বলেন, বরাকের পনেরটি বিধানসভা আসন থেকে যে দুটি আসন বিলুপ্ত করা হচ্ছে সেটা বরাকবাসী কখনও মেনে নিবে না।
অসমের মূখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের সঙ্গে মিলে পরিকল্পিত ভাবে বরাক থেকে দুটি আসন বিলুপ্ত করে বরাকবাসীকে বঞ্চিত রাখার চক্রান্ত করছেন।
বিষয়টি ইতিমধ্যে মূখ্যমন্ত্রীর বক্তব্য থেকে পরিষ্কার হয়েছে এবং বিভিন্ন সময় সরকার কর্তৃক মানুষের উপর বিভিন্ন ফরমান চাপিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়।
তা গণতন্ত্রের পরিপন্থী তাই এবার মানুষ সচেতন হয়েছেন এখন আর মানুষ ঘরে বসে থাকবে না, মানুষ তাদের অধিকার আদায়ের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই চালিয়ে যাবে।
মঙ্গলবারের বরাক বনধ থেকে তার জলন্ত প্রমাণ পাওয়া গেছে এবং তাদের ঐক্যমঞ্চ সর্বদাই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত রয়েছে বলে জানান সামসুল হক বড়ভূইয়া।