সুপ্রিয় পাল, দুল্লভছড়া : রামকৃষ্ণনগর শিক্ষা খন্ডের অধীনস্থ দুল্লভছড়া নেহেরু মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকা সীতা রানী মহন্তী গত ৩০ জুন প্রধান শিক্ষকার পদ থেকে অবসর গ্রহন করেন।
আজ তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা জানান বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা।
প্রাক্তন শিক্ষক বীরেন্দ্র সিনহার পৌরহিত্য অনুষ্টিত সভায় বিশিষ্ট জনদের উওরীয় দিয়ে বরন করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে ছিলেন প্রাক্তন শিক্ষক হরিলাল প্রসাদ গুপ্তা, সমাজসেবী জগদানন্দ সিনহা, এস এম সির সভাপতি সমর চ্যাটার্জী সহ সভানেত্রী মীরা পাল, শিক্ষক সঞ্জীব দাস, জয়মালা সিনহা, অবসর প্রাপ্ত শিক্ষকা বিজয়া সিনহা সংবাদকর্মী শচীন্দ্র শর্মা।
মানপত্র পাঠ করেন উক্ত স্কুলের ছাত্রী বর্নালী সিনহা।
তাছাড়া সপ্তম শ্রেনীর ছাত্রী আদিতী মিশ্র নিজ হাতে প্রধান শিক্ষকার ছবি অঙ্কন করে প্রদান করেন।
বিদ্যালয়ের অন্যান ছাত্রীরাও অশ্রুজলে বিভিন্ন ধরনের সমগ্রী প্রদান করেন অবসরপ্রাপ্ত বিদায়ী প্রধান শিক্ষিকাকে।
প্রধান শিক্ষকা ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তাদের উজ্বল ভবিষ্যতের জন্য শাসন করেছি। তিনি তাদের মন দিয়ে পড়াশুনা করতে বলেন। সহকর্মী সহ পরিচালন সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষিকার অবসর জীবন সুস্বাস্থ্য ও সুখের সঙ্গে অটুট রাখার জন্য ইশ্বরের কাছে কামনা করেন।