মোস্তফা এ মজুমদার, হাইলাকান্দি : সমষ্টি পুনঃনির্ধারণের খসড়া বাতিলের দাবিতে এবার হাইলাকান্দিতে জেলভরো আন্দোলনের ঘোষণা করল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি।
আগামী ৪ জুলাই হাইলাকান্দি শহরের পুরানো হাসপাতাল চৌমাথা থেকে জেলভরো আন্দোলন শুরু হবে বলে জানা গেছে।
শনিবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন ডেকে কৃষক মুক্তির জেলা সভাপতি শরিফ উদ্দিন মাঝারভূইয়া, ছাত্র মুক্তির কেন্দ্রীয় উপসভাপতি ফরিদ উদ্দিন লস্কর, কৃষক মুক্তির জেলা সম্পাদক আমির হুসেন মজুমদার, ছাত্র মুক্তির জেলা সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম বড়ভূইয়া, বুরহান উদ্দিন বড়ভূইয়া সহ অন্যরা এদিন জেলভরো আন্দোলনের ঘোষণা দিয়ে বলেন, সমষ্টি পুনঃনির্ধারণের এই খসড়া সম্পূর্ণ অগণতান্ত্রিক।
বিশেষ করে বরাক উপত্যকার দুটি সমষ্টি কর্তন করার তীব্র বিরোধীতা করে কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির নেতারা বলেন, এই সিদ্ধান্তে বরাকের প্রতি দিল্লী ও দিসপুরের বৈষম্যমূলক আচরণ প্রমাণিত হয়েছে।
এদিন, কৃষক মুক্তির নেতা শরিফ উদ্দিন মাঝারভূইয়া ও ছাত্র মুক্তির নেতা ফরিদ উদ্দিন লস্কর নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, নির্বাচন কমিশন বিজেপির হাতের পুতুলে পরিণত হয়েছে।
গণতন্ত্রের প্রতি হুমকি স্বরূপ বলে মন্তব্য করেন তারা।
এদিকে, ডিলিমিটেশনের এই খসড়া বাতিলের দাবিতে মরণপণ সংগ্রাম সংকল্প নিয়ে কৃষক নেতা শরিফ উদ্দিন মাঝারভূইয়া, ছাত্রনেতা ফরিদ উদ্দিন লস্কর সহ অন্যরা বলেন, মঙ্গলবারের জেলভরো আন্দোলনের মাধ্যমে তারা অগণতান্ত্রিক ডিলিমিটেশনের বিরোদ্ধে গণ – আন্দোলনের সূচনা করবেন।
পরবর্তীতে ধারাবাহিকভাবে তারা আন্দোলন চালিয়ে যাবেন। আগামী ৪ জুলাই অর্থাৎ মঙ্গলবারের আন্দোলনে হাইলাকান্দি জেলার প্রত্যেক দল-সংগঠন সহ সর্বশ্রেণীর জনগণের উপস্থিতি কামনা করেছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি।