সুজিত ভদ্র, গণআওয়াজ হোজাই : হোজাইতে দলীয় কর্মী এবং মিডিয়ার ষড়যন্ত্রের শিকার হয়েছেন বললেন এসসি ডেভেলপমেন্ট বোর্ডের ডেপুটি চেয়ারম্যান পিন্টু দাস।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় কৰ্মী এবং সংবাদ মাধ্যমের বিরুদ্ধে দিসপুর থানায় তিনি একটি মামলাও করেছেন।
অভিযুক্তরা হলেন তার দলের কৰ্মী বিশ্বজিৎ সুরুজ, জিতু তেওয়ারি, ধিরাজ নাথ, প্রবির সরকার এবং আসাম টকস চ্যানেলের সাংবাদিক জামান চৌধুরী।
তিনি বলেন, আসাম টকস চ্যানেলের সাংবাদিক জামান চৌধুরী দলীয় কর্মীদের সঙ্গে মিলে তার বিরুদ্ধে চক্রান্তমূলক ষড়যন্ত্র রচনা করেছিলেন।
প্রথমে চৌধুরী ও দলের কর্মীরা ষড়যন্ত্র রচনা করে তাঁকে সাংবাদিকের সাথে বুঝাপড়া করার পরামর্শ দেন দলের ওই কর্মীরা।
পিন্টু দাসের অভিযোগ, অপহরণ করে বৃহৎ পরিমানের অর্থও দাবী করা হয়।
এই অভিযোগ তার দলের কৰ্মী বিশ্বজিৎ সুরুজ, জিতু তেওয়ারি, ধিরাজ নাথ, প্রবির সরকার এবং আসাম টকস চ্যানেলের ওই সাংবাদিক জামান চৌধুরীর বিরুদ্ধে।
পিন্টু দাস নিজের ঘরে সংবাদিক সম্মেলন করে একথা জানান।
তিনি তাঁর বিরুদ্ধে সম্প্ৰচারীত সংবাদ দেখিয়ে বলেন, ষড়যন্ত্ৰমুলক ফটোগুলো এডিট করা হয়েছে, এগুলোর কোন সত্যতা নেই। এই চক্র অপহরণ করে কিভাবে অর্থ দাবী করে আসছে তার তথ্য আগামী দিনে প্রকাশ্যে তুলে ধরবেন বলেও বলেন পিন্টু।