সুপ্রিয় পাল, দুল্লভছড়া : সরকারের “বেটী বাচাও, বেটী পড়াও”-কে চ্যালেঞ্জ ছুড়ে বিক্রিত মস্তিষ্কের পাষণ্ডরা কন্যা সন্তানদের লোভ-লালসার শিকার করে নেওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে অভিভাবক মহলে।
হাইলাকান্দি মোহনপুর অভয়াচরণ এম ই স্কুলের দুই নাবালিকা ছাত্রীকে অপহরন করে রোজকান্দি চা বাগানের বর্ণীব্রিজের জঙ্গলে নিয়ে গণধর্ষণের ফলে এক ছাত্রীর মৃত্যু পর নর পিপাষুদের ফাঁসির সোচ্চার হয়ে ওঠেছে গোঠা বরাক।
শুক্রবার দুল্লভছড়ায়ও দুল্লভছড়া চা জনশক্তি সংঘটন এবং বিশ্ব হিন্দু পরিষদের ব্যনারে বিভিন্ন এলাকার শতাধিক নাগরিক পথে নেমে বিক্ষোভ দেখান।
অভিযুক্তদের ফাঁসির দাবিতে হাতে প্লেকার্ড নিয়ে প্রধান সড়ক গুলি পরিক্রমা করে দুল্লভছড়া নেতাজী মূর্তীর সামনে এসে মিলিত হন।
এখানে দীর্ঘ সময় ধর্ষণ কান্ডের মূল অভিযুক্তদের অতিসওর গ্রেফতার করে প্রাণদণ্ড দেওয়ার দাবীতে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভকারী জনগণ অভিযুক্তদের ফাঁসির দাবিতে প্রধান মন্ত্রী, রাজ্যের মূখ্যমন্ত্রী, করিমগজ্ঞের সাংসদ ও রাতাবাড়ি বিধায়কেরও কঠোর হস্তক্ষেপ দাবি করেন। গণ মিছিল চলাকালীন রাতাবাড়ি পুলিশকে বেশ তৎপর ভুমিকায় দেখা যায়।