রাজু দে, শিলচর : কাছাড় জেলার ছোট দুতপাতিলের পুটিছরা গ্ৰামের একটি রাস্তা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
রাস্তাটি বহু বছরের পুরোনো, গ্ৰামবাসীরা জানিয়েছেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরানো এই রাস্তা। দু দুবার সরকারী টাকায় কাজও হয়েছে।
কিন্তু বর্তমানে রাস্তাটির অবস্তা একেবারে বেহাল। বেশ কিছুদিন আগে রাস্তাটির উপর একটি বড়সর ধ্বস নামে।
ধসটি সরাতে গ্ৰামবাসীরা চেষ্টা করেছিল কিন্তু স্থানীয় প্রদীপ দাস নামের এক ব্যক্তি বাধা দেওয়ায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।
প্রদীপ দাস নাকি সাফ জানিয়ে দিয়েছে রাস্তাটি তাদের ব্যক্তিগত, তাই ধস সরাতে দেবে এরপরই এনিয়ে উত্তেজনা দেখা দেয়।
স্থানীয় পঞ্চায়েত সভাপতি রঞ্জিত সরকারের আবার অন্যরকম কথা, তাঁর বক্তব্য হল রাস্তাটিতে যেহেতু সরকারী তাই রাস্তার কাজে বাধা দেওয়াটা বে-আইনি।
বর্তমানে রাস্তা দিয়ে গ্ৰামের লোকজন তথা ছাত্র ছাত্রীরা চলাফেরা করতে পারছেনা প্রদীপ দাসের আতঙ্কে।
অতি সত্বর রাস্তার সমস্যার সুরাহার জন্য প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন গ্ৰামবাসী। প্রদীপ দাস থেকে রক্ষা পেতে আইনের আশ্রয়ও নেবেন বলে জানিয়েছেন গ্ৰামবাসী।