শিলচর : শিলচর আতালবস্তির ভিন্ন ধর্মাবলম্বী ২৮শের এক কুমারী মায়ের সন্তান প্রসবকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
যদিও পুলিশ এই ঘটনায় জড়িত একই এলাকার বাসিন্দা আজিম উদ্দিন লস্কর নামে এক প্রৌঢকে গ্রেফতার করেছে।
এদিকে আজিমের কুকর্মের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি সহ ওই কুমারী মায়ের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে শুক্রবার আতালবস্তির মুখে রাস্তায় পথ অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা।
প্রাপ্ত খবর অনুসারে ভিন্ন ধর্মাবলম্বী ওই যুবতীটি আজিমে প্রতিবেশী। ৩০ জুন কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর পরিবারের লোকেরা আজিম উদ্দিনকে অভিযুক্ত করে থানায় এজাহার দায়ের করেন।
এজাহারের বয়ানে তারা পুলিশকে জানান যে প্রতিবেশী হওয়ার কারনে আজিম প্রায়ই তাদের বাড়িতে আসা-যাওয়া করত।
সেই সময় নানা প্রলোভন এমনকি ভয় দেখিয়ে যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে, যার কারনে মেয়েটি অন্তস্বত্বা হয়ে ৩০ জুন কন্যা সন্তানের জন্ম দেয়।
এজাহার পাওয়ার পর পুলিশ তদন্তে নেমে শুক্রবার আজিম উদ্দিনকে গ্রেফতার করে। এরমধ্যেই স্থানীয় লোকজন আজিম উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেন।