রাস্তার কাজ না হলে জনপ্রতিনিদিদের প্রবেশে নিষেধ! ভোট বয়কটের ঘোষণা পশ্চিম হরিনগরে 

Spread the love

সুপ্রিয় পাল, দুল্লভছড়া : গ্রামীন রাস্তার উন্নয়নে কেন্দ্র এবং রাজ‍্য সরকার কাড়ি কাড়ি অর্থ বরাদ্দ করলেও রামকৃষ্ণনগরের পার্শ্ববর্তী প্রধান সড়ক সংলগ্ন পশ্চিম হরিনগরের (মাজরগাঁও) প্রায় দেড় কিলোমিটার রাস্তায় আজ পর্যন্ত কানা কড়ির কাজ হনি।

অথচ এখান থেকে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের বাড়ির দূরত্ব মাত্র তিন কিলোমিটার এবং  করিমগঞ্জ সাংসদ কৃপানাথ মালার বাড়ি থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে।

এই রাস্তা দিয়ে গ্রামের প্রায় দুই শতাধিক পরিবারের লোকজন চলাচল করেন।

গ্রামবাসীদের অভিযোগ যে রামকৃষ্ণ নগর শিক্ষা খন্ডের ৩৩ নং রাজার বাজার এলপি স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ অল্প দূরত্বে হাইস্কুল থাকলেও বর্ষার সময় ছাত্রছাত্রীরা রাস্তার কারনে স্কুলে যেতে পারছে না।

অথচ স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের এই রাস্তা নিয়ে কোন মাথা ব্যাথা নেই।

এলাকার জনসাধারণ দুঃখ প্রকাশ করে বলেন যে, রাস্তা না থাকার কারনে অগ্নি অগ্নি নির্বাপক গাড়ি বা ১০৮ প্রবেশ করতে না পারায় অনেক রোগীকে চিকিৎসার জন্য কাদে করে নিয়ে যেতে হয়।

তারা জানান যে নির্বাচনের পাক মুহুর্তে প্রার্থীরা এসে প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে বোকা বানিয়ে ভোট আদায় করে নিয়ে যান।

বিগত নিরবাচনেও বিধায়ক বিজয় মালাকার এবং করিমগঞ্জ সাংসদ কৃপানাথ মালা গ্রামের শিব মন্দিরে সভায় রাস্তা নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু আজ পর্যন্ত কানা কড়িরও কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় মানুষের দাবি দাবীর পরিপ্রেক্ষিতে ২০২০ –এর অক্টোবরে বিধায়ক বিজয় মালাকার দুল্লভছড়া উন্নয়ন খণ্ডের আধিকারিকের কাছে রাস্তাটি নিয়ে চিঠি লেখলেও কোন কাজ হয়নি।

এরপর নিজেরাই চাদা তুলে আংশিক মাটি ভরাট করে চলাচলের উপযোগী করে তুলেন, কিন্তু বর্ষার প্রবল বৃষ্টিপাতে মাটি গলে কাদা জমে ফের অনুপযোগী হয়ে পড়ে।

এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন যে, বিধায়ক বিজয় মালাকার রাতাবাড়ি বিধানসভার বিভিন্ন রাস্তার কাজের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছেন, কিন্তু এই রাস্তা কেন তাঁর নজরে আসছে না?

আমরা কি তাকে ভোট দেইনি?

তাঁরা সাফ জানিয়ে দেন যে অতি শীঘ্র যদি রাস্তার কাজ করা না হয়, তবে বিধায়ক, সাংসদ সহ পঞ্চায়েত প্রতিনিধি সহ কোন রাজনৈতিক দলের নেতা থেকে চেলা চামুণ্ডা কাউকে গ্রামে ডুকতে দেবেন না।

এমনকি আগামী নির্বাচনগুলোতে গ্রামবাসীরা ভোট বয়কট করবেন বলেও জানিয়ে দেন। তারা বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত প্রতিনিধি সহ বিভাগীয় আধিকারিকদের কাছে জানতে চান এই রাস্তা তাদের কি বিরাগভাজন করেছে? যে দৃষ্টিগোচর হচ্ছে না!  

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token